Knowledge Story: বাইকে উঠলেই তো পরেন! Helmet-এর আসল বাংলা কিন্তু অনেকেই জানেন না
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
What Is The Bengali Meaning Of Helmet: এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তেমনই একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলুন তো দেখি, হেলমেট তো আমরা সবাই চিনি, কিন্তু এর বাংলা অর্থ কী?
advertisement
1/6

আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক কথাই বলে থাকি যা আদতে বাংলা নয়। আসলে ইংরেজি বা অন্য কোনও বিদেশি ভাষা থেকে তা গৃহীত হয়েছে। বর্তমানে তা চলতি শব্দে পরিণত হয়েছে।
advertisement
2/6
জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান নিয়ে আমাদের সকলেরই কম-বেশি কৌতুহল থাকে। কারণ অজানাকে জানবার ইচ্ছে, দেশের বা পৃথিবী আশ্চর্য বিষয়গুলি জানতে সকলেরই ভাল লাগে। এতে জ্ঞানেরও বৃদ্ধি হয়।
advertisement
3/6
এছাড়াও আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষা তা সরকারি হোক আর বেসরকারি জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণ জ্ঞান যেমন নলেজ বাড়াতে সাহায্য করে।
advertisement
4/6
এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তেমনই একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলুন তো দেখি, হেলমেট তো আমরা সবাই চিনি, কিন্তু এর বাংলা অর্থ কী?
advertisement
5/6
বাইক-স্কুটি চালানোর সময় নিরাপত্তার স্বার্থে হেলমেট পড়়া বর্তমানে বাধ্যতামূলক। হেলমেট না পড়ে গাড়ি চালানো আইনত অপরাধ। কিন্তু আমরা হেলমেট বললেও তা আদতে বাংলা শব্দ নয়।
advertisement
6/6
হেলমেট শব্দের বাংলা বলতে গিয়ে হিমসিম খেয়েছেন অনেকেই। এবার আসা যাক উত্তরে। হেলমেট শব্দের ভাল বাংলা হল শিরস্ত্রাণ। এছাড়া একে মাথার বর্মও বলা হয়ে থাকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বাইকে উঠলেই তো পরেন! Helmet-এর আসল বাংলা কিন্তু অনেকেই জানেন না