TRENDING:

Knowledge Story: বলুন তো সাপের গায়ে কী দিলে সাপ সঙ্গে সঙ্গে লেজ গুটিয়ে পালায়? শুনলে চমকে যাবেন, গ্যারান্টি!

Last Updated:
Knowledge Story: সাপ পালাবে এই তরল ঢেলে দিলেই! জেনে নিন একগুচ্ছ অজানা সাধারণ জ্ঞানমূলক উত্তর! চাকরির পরীক্ষাতেও কাজে দেবে দুর্দান্ত ভাবে!
advertisement
1/12
বলুন তো সাপের গায়ে কী দিলে সাপ সঙ্গে সঙ্গে লেজ গুটিয়ে পালায়? শুনলে চমকে যাবেন!
সাধারণ জ্ঞান এমন এক জ্ঞান যা প্রতি মুহূর্তে জরুরি। তাই জীবনের পরীক্ষা হোক বা চাকরির পরীক্ষা, এই ধরণের সাধারণ জ্ঞানমূলক প্রশ্নের উত্তর জানা সবারই প্রয়োজন।
advertisement
2/12
আজ আমরা আপনাকে এই প্রতিবেদনে এমনই চমকে দেওয়া কিছু প্রশ্ন ও তার উত্তর দিতে চলেছি যা বিভিন্ন চাকরির পরীক্ষাতেও প্রস্তুতিতে দারুণ কাজে দেবে।
advertisement
3/12
দেশজুড়ে পরিচালিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্ট্যাটিক জিকে-র প্রশ্ন রাখা হয়। দ্বাদশ শ্রেণীর SSC CHSL থেকে শুরু করে দেশের সবচেয়ে কঠিন UPSC সিভিল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রেও, সমস্ত পরীক্ষাতেই স্ট্যাটিক জিকে প্রশ্নগুলির নিজস্ব গুরুত্ব রয়েছে।
advertisement
4/12
এসব প্রশ্নের ভিত্তিতে প্রার্থী বাছাইও করা হয়।-র এমন প্রশ্নগুলি সম্পর্কে বলতে যাচ্ছি যেগুলি আপনার জন্য খুব দরকারী কিন্তু সহজও।
advertisement
5/12
সাধারণ জ্ঞান বা তথ্য সমৃদ্ধ এই প্রশ্নের উত্তর জীবনেও নানা সমস্যার ক্ষেত্রে দারুণ কাজে লেগে যায়। আজ আমরা আপনাকে GK-এর এমন কিছু প্রশ্ন ও উত্তর সম্পর্কে বলতে চলেছে যেগুলি আপনার জন্য খুব দরকারী কিন্তু সহজও।
advertisement
6/12
উত্তরগুলি এমন নয় যে আপনি জানেন না, তবে আপনারা অনেকেই এটি অনুমান পর্যন্ত করতে পারবেন না। আপনিও যদি আপনার সাধারণ জ্ঞান বাড়াতে চান, এই প্রতিবেদন আপনার জন্য।
advertisement
7/12
প্রশ্ন ১ - একটি কাকের আয়ুষ্কাল কত বছর? উত্তর ১ - একটি কাকের জীবনকাল ১৮ বছর পর্যন্ত।
advertisement
8/12
প্রশ্ন ২ - মানুষের কোন অংশ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে? উত্তর ২ - মানুষের মস্তিষ্ক ১২ থেকে ১৫ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে।
advertisement
9/12
প্রশ্ন ৩ - ভারতের প্রথম মিশন চন্দ্রযান কবে চালু হয়? উত্তর ৩ - ভারত ২২ অক্টোবর ২০০৮-এ প্রথম চন্দ্রগামী মহাকাশযান চন্দ্রযান উৎক্ষেপণ করে। যদিও ৩১২ দিন পরে এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
advertisement
10/12
প্রশ্ন ৪ - কোন প্রাণীর মৃত্যু হয় না? উত্তর ৪ - জেলিফিশ একমাত্র প্রাণী যা কখনও মরে না।
advertisement
11/12
প্রশ্ন ৫ - সাপকে কী দিলে সে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়? উত্তর ৫ - সাপের গায়ে কেরোসিন ঢেলে দিলে বিষধর সাপও সঙ্গে সঙ্গে পালিয়ে যায়।
advertisement
12/12
প্রশ্ন ৬ - দিল্লি ছাড়াও ভারতের অন্য কোন শহরে লালকেল্লা রয়েছে? উত্তর ৬ - দিল্লি ছাড়াও আগ্রায় লালকেল্লা আছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বলুন তো সাপের গায়ে কী দিলে সাপ সঙ্গে সঙ্গে লেজ গুটিয়ে পালায়? শুনলে চমকে যাবেন, গ্যারান্টি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল