Knowledge Story: বলুন তো সাপের গায়ে কী দিলে সাপ সঙ্গে সঙ্গে লেজ গুটিয়ে পালায়? শুনলে চমকে যাবেন, গ্যারান্টি!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: সাপ পালাবে এই তরল ঢেলে দিলেই! জেনে নিন একগুচ্ছ অজানা সাধারণ জ্ঞানমূলক উত্তর! চাকরির পরীক্ষাতেও কাজে দেবে দুর্দান্ত ভাবে!
advertisement
1/12

সাধারণ জ্ঞান এমন এক জ্ঞান যা প্রতি মুহূর্তে জরুরি। তাই জীবনের পরীক্ষা হোক বা চাকরির পরীক্ষা, এই ধরণের সাধারণ জ্ঞানমূলক প্রশ্নের উত্তর জানা সবারই প্রয়োজন।
advertisement
2/12
আজ আমরা আপনাকে এই প্রতিবেদনে এমনই চমকে দেওয়া কিছু প্রশ্ন ও তার উত্তর দিতে চলেছি যা বিভিন্ন চাকরির পরীক্ষাতেও প্রস্তুতিতে দারুণ কাজে দেবে।
advertisement
3/12
দেশজুড়ে পরিচালিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্ট্যাটিক জিকে-র প্রশ্ন রাখা হয়। দ্বাদশ শ্রেণীর SSC CHSL থেকে শুরু করে দেশের সবচেয়ে কঠিন UPSC সিভিল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রেও, সমস্ত পরীক্ষাতেই স্ট্যাটিক জিকে প্রশ্নগুলির নিজস্ব গুরুত্ব রয়েছে।
advertisement
4/12
এসব প্রশ্নের ভিত্তিতে প্রার্থী বাছাইও করা হয়।-র এমন প্রশ্নগুলি সম্পর্কে বলতে যাচ্ছি যেগুলি আপনার জন্য খুব দরকারী কিন্তু সহজও।
advertisement
5/12
সাধারণ জ্ঞান বা তথ্য সমৃদ্ধ এই প্রশ্নের উত্তর জীবনেও নানা সমস্যার ক্ষেত্রে দারুণ কাজে লেগে যায়। আজ আমরা আপনাকে GK-এর এমন কিছু প্রশ্ন ও উত্তর সম্পর্কে বলতে চলেছে যেগুলি আপনার জন্য খুব দরকারী কিন্তু সহজও।
advertisement
6/12
উত্তরগুলি এমন নয় যে আপনি জানেন না, তবে আপনারা অনেকেই এটি অনুমান পর্যন্ত করতে পারবেন না। আপনিও যদি আপনার সাধারণ জ্ঞান বাড়াতে চান, এই প্রতিবেদন আপনার জন্য।
advertisement
7/12
প্রশ্ন ১ - একটি কাকের আয়ুষ্কাল কত বছর? উত্তর ১ - একটি কাকের জীবনকাল ১৮ বছর পর্যন্ত।
advertisement
8/12
প্রশ্ন ২ - মানুষের কোন অংশ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে? উত্তর ২ - মানুষের মস্তিষ্ক ১২ থেকে ১৫ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে।
advertisement
9/12
প্রশ্ন ৩ - ভারতের প্রথম মিশন চন্দ্রযান কবে চালু হয়? উত্তর ৩ - ভারত ২২ অক্টোবর ২০০৮-এ প্রথম চন্দ্রগামী মহাকাশযান চন্দ্রযান উৎক্ষেপণ করে। যদিও ৩১২ দিন পরে এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
advertisement
10/12
প্রশ্ন ৪ - কোন প্রাণীর মৃত্যু হয় না? উত্তর ৪ - জেলিফিশ একমাত্র প্রাণী যা কখনও মরে না।
advertisement
11/12
প্রশ্ন ৫ - সাপকে কী দিলে সে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়? উত্তর ৫ - সাপের গায়ে কেরোসিন ঢেলে দিলে বিষধর সাপও সঙ্গে সঙ্গে পালিয়ে যায়।
advertisement
12/12
প্রশ্ন ৬ - দিল্লি ছাড়াও ভারতের অন্য কোন শহরে লালকেল্লা রয়েছে? উত্তর ৬ - দিল্লি ছাড়াও আগ্রায় লালকেল্লা আছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বলুন তো সাপের গায়ে কী দিলে সাপ সঙ্গে সঙ্গে লেজ গুটিয়ে পালায়? শুনলে চমকে যাবেন, গ্যারান্টি!