TRENDING:

Knowledge Story: উড়ন্ত অবস্থায় পাড়ে ডিম, মাটিতে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা উড়তে শুরু করে, বলুন তো কোন পাখি

Last Updated:
Which bird lays eggs while flying before eggs reach earth they hatch and the baby bird flies: এ বিশ্বে এমন এক পাখি রয়েছে যা সবাইকে অবাক করে। কারণ সেই পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে। সেই ডিম মাটিতে পড়ার আগেই তা থেকে বাচ্চা বেরয়িয়ে ওড়া শুরু করে দেয়।
advertisement
1/9
উড়ন্ত অবস্থায় পাড়ে ডিম,মাটিতে পড়ার আগে তা ফুটে বাচ্চা উড়তে শুরু করে,কোন পাখি
প্রাণী জগতের মধ্যে পাখি অন্যতম। আবহাওয়া, স্থান ও জলবায়ু ভেদে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। এসব পাখিদের রয়েছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য।
advertisement
2/9
তবে এ বিশ্বে এমন এক পাখি রয়েছে যা সবাইকে অবাক করে। কারণ সেই পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে। সেই ডিম মাটিতে পড়ার আগেই তা থেকে বাচ্চা বেরয়িয়ে ওড়া শুরু করে দেয়। (প্রতীকী ছবি)
advertisement
3/9
শুনতে অবাক লাগলেও এটা সত্যি। আসলে এই পাখির ডিম থেকে বাচ্চা ফোটানোর পদ্ধতিটাই ভিন্ন। এই পাখি কোথায় পাওয়া যায়, কী এর নাম, এই তথ্য কিন্তু অনেকের কাছেই অজানা। (প্রতীকী ছবি)
advertisement
4/9
আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে। ফলে এই পাখি সম্পর্কেও জেনে রাখাটা দরকার।
advertisement
5/9
বিষ্ময়কর এই পাখির নাম হল হোমা। এই পাখি রেসিং হোমা নামে পরিচিত।এটি একটি বিদেশি পাখি।হোমা পাখি বংশনুক্রমে সাউথ-ইস্ট এশিয়ার। এদেশে খুব একটা দেখতে পাওয়া যায় না।
advertisement
6/9
কিন্তু ডিম পাড়ার পদ্ধতির জন্য হোমা জগৎ বিখ্যাত। এরা অনেক সময় ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায়। তবে বেশির ভাগ সময় অনেক উচু থেকে ডিম ফেলে দিয়ে বাচ্চা ফোটায় তারা।
advertisement
7/9
হোমা পাখি উচু থেকে ডিম ফেলে দেয় বাচ্চা নষ্ট করার জন্য নয়। উড়ন্ত অবস্থায় ডিম ফেলে দেয় এবং সেই ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা ডিম থেকে বের হয়ে উড়ে আবার তার মায়ের কাছে ফিরে যায়।
advertisement
8/9
হোমা পাখি সাধারণত বিভিন্ন পাখির সাথে লড়াইয়ের কাজে ব্যবহার করা হয়। হোমা পাখির ডিমের কুসুম এবং খোলা মাটির উর্বরতা বৃদ্ধি করে।
advertisement
9/9
বাজারে হোমা পাখি কিনতে পাওয়া যায় কিন্তু দামঅনেক বেশি, প্রতি জোড়া হোমা পাখির দাম ৩০০০টাকা থেকে ৫০০০ টাকা তবে সাদা রঙেরহোমা পাখির দাম আরো বেশি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: উড়ন্ত অবস্থায় পাড়ে ডিম, মাটিতে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা উড়তে শুরু করে, বলুন তো কোন পাখি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল