TRENDING:

মিথ্যা বললে শরীরের কোন 'অঙ্গ' গরম হয়...? আপনি জানেন? 'এইভাবে' ধরে ফেলুন মিথ্যাবাদী!

Last Updated:
Knowledge Story: সাধারণ জ্ঞানের পরিধিতে যেমন আছে দেশ বিদেশের নানা বিষয় তেমনই আছে ঘরের নিত্য নৈমিত্তিক জীবনের নানা খুঁটিনাটি তথ্য। বর্তমান দ্রুত জীবনে এমন ছড়িয়ে ছিটিয়ে থাকা অজানা তথ্যই কিন্তু ছোট বড় নানা সমস্যার ম্যাজিক সমাধান হিসেবেও দারুণ কাজ করে। চলুন এমনই কিছু বিজ্ঞানভিত্তিক তথ্য প্রশ্ন ও উত্তর হিসেবে জেনে নেওয়া যাক আজ এই প্রতিবেদনে।
advertisement
1/10
মিথ্যা বললে শরীরের কোন 'অঙ্গ' গরম হয়...? 'এইভাবে' ধরে ফেলুন মিথ্যাবাদী!
সাধারণ জ্ঞান আহরণের নানা মাধ্যমের মধ্যে একটি হল বিভিন্ন বিষয়ের কুইজ, ধাঁধা বা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ। এর পাশাপাশি বই পড়ে, পত্র-পত্রিকা থেকেও নেওয়া যায় সাধারণ জ্ঞানের পাঠ।
advertisement
2/10
সাধারণ জ্ঞান আমাদের প্রতিদিনের জীবন যাত্রায় এক বড় ভূমিকা পালন করে। সাধারণত বিভিন্ন বিষয়ের কুইজ, ধাঁধা বা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে আমরা সাধারণ জ্ঞান বাড়িয়ে থাকি। এর পাশাপাশি বই পড়ে, পত্র-পত্রিকা থেকেও নেওয়া যায় সাধারণ জ্ঞানের পাঠ।
advertisement
3/10
আপনি যদি সাধারণ জ্ঞান বাড়াতে চান তবে এই পদ্ধতিগুলি ব্যবহার করতেই পারেন। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই ধরণের নানা অজানা তথ্য উঠে আসে যা আমাদের জানাশোনা বিষয়ের মধ্যে থাকা সত্বেও হয়তো আমরা সে ভাবে খেয়াল করি না। আর জানলে অবাক হয়ে যাই।
advertisement
4/10
এই সাধারণ জ্ঞানের পরিধিতে যেমন আছে দেশ বিদেশের নানা বিষয় তেমনই আছে ঘরের নিত্য নৈমিত্তিক জীবনের নানা খুঁটিনাটি তথ্য। বর্তমান দ্রুত জীবনে এমন ছড়িয়ে ছিটিয়ে থাকা অজানা তথ্যই কিন্তু ছোট বড় নানা সমস্যার ম্যাজিক সমাধান হিসেবেও দারুণ কাজ করে। চলুন এমনই কিছু বিজ্ঞানভিত্তিক তথ্য প্রশ্ন ও উত্তর হিসেবে জেনে নেওয়া যাক আজ এই প্রতিবেদনে।
advertisement
5/10
রক্ত ​​পরিশোধনকারী অঙ্গ কোনটি?যে অঙ্গটি রক্ত ​​পরিশোধন করে তা হল কিডনি। মানবদেহে রক্ত ​​পরিশোধনের জন্য প্রধানত দায়ী অঙ্গ হল কিডনি। কিডনি রক্ত ​​থেকে বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত পদার্থ পরিশোধন করে।
advertisement
6/10
কোন অঙ্গে রক্ত থাকে না?বিজ্ঞান বলছে শরীরের একমাত্র জীবন্ত কোষ যা সরাসরি রক্তনালী দ্বারা পরিবেশিত হয় না তা হল চোখের কর্নিয়া। কর্নিয়ার পাশাপাশি, শরীরের অন্যান্য অংশে যেখানে রক্তনালী নেই তার মধ্যে রয়েছে চুল, নখ, দাঁতের এনামেল এবং বাইরের ত্বকের স্তর।
advertisement
7/10
কোন ফলে সর্বাধিক প্রোটিন পাওয়া যায়?পেয়ারাতে সর্বাধিক প্রোটিন পাওয়া যায়। বিশিষ্ট পুষ্টিবিদ ক্রিস্টিন মিক্সটাস (আরডি, এলডি) দ্বারা পর্যালোচিত প্রতিবেদনে বলা হয়েছে প্রতি কাপ পেয়ারায় ৪.২ গ্রাম প্রোটিন পাওয়া যায়। গ্রীষ্মমন্ডলীয় এই ফলটিতে ভিটামিন সি এবং ফাইবারও বেশি থাকে। এটিকে টুকরো টুকরো করুন বা আপেলের মতো সরাসরি কামড়ে খান, সবই দারুণ উপকার।
advertisement
8/10
মিথ্যা বললে শরীরের কোন অংশ গরম হয়?বিজ্ঞান বলছে, মিথ্যা বলার সময় নাকের চারপাশে এবং চোখের ভিতরের কোণে অরবিটাল পেশীতে তাপমাত্রায় একটি বড় মাত্রার বৃদ্ধি পরিলক্ষিত হয় পেয়েছেন। বৈজ্ঞানিকরা বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে আরও দেখেছেন যে একটি কঠিন মানসিক কাজ সম্পাদনকারী ব্যক্তিদের মুখের তাপমাত্রা কমে যায় এবং উচ্চ উদ্বেগের সম্মুখীন হলে ব্যক্তির মুখমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়।
advertisement
9/10
কোন জীব সবচেয়ে বেশি খাবার খায়?নীল তিমি সবচেয়ে বেশি খাবার খায়। দিনে এই বড় প্রজাতির এক একটি তিমি প্রায় ৩ হাজার ৫০০ কেজি খাবার খায়। তিমি ফুসফুসের সাহায্যে শ্বাসপ্রশ্বাস নেওয়ার সময় প্রচুর বাতাস টেনে প্রায় দুই ঘণ্টা জলের নীচে ডুবে থাকতে পারে।
advertisement
10/10
কোন হরমোন রক্তচাপ বাড়ায়?অ্যাড্রেনালিন। অ্যালডোস্টেরন কিডনির টিউবুলগুলিতে (উদাহরণস্বরূপ, দূরবর্তী সংশ্লেষিত নলগুলি এবং কর্টিকাল সংগ্রহের নালীগুলি) নিয়ে কাজ করে, যার ফলে তারা মূত্র থেকে আরও সোডিয়াম এবং জল পুনরায় সংশ্লেষ করে। এটি রক্তের পরিমাণ বাড়ায় এবং রক্তচাপ বাড়ায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
মিথ্যা বললে শরীরের কোন 'অঙ্গ' গরম হয়...? আপনি জানেন? 'এইভাবে' ধরে ফেলুন মিথ্যাবাদী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল