TRENDING:

Knowledge Story: পায়ে হেঁটে ঘোরা যায় পুরো দেশ, লাগে এক দিনেরও কম সময়, সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যাবে

Last Updated:
Knowledge Story: এ বিশ্বে এনেক কিছুই আছে যা সকলকে অবাক করে বা বিস্ময় তৈরি করে। যদি আপনাকে বলি বিশ্বে এমন এক দেশ রয়েছে যা এক দিনেরও কম সময়ে পায়ে হেঁটে পুরো ঘোরা যায়। শুনতে অবকা লাগলেও এটাই সত্যি।
advertisement
1/6
পায়ে হেঁটে ঘোরা যায় পুরো দেশ, লাগে এক দিনেরও কম সময়, সৌন্দর্য চোখ জুড়িয়ে দেবে
এ বিশ্বে এনেক কিছুই আছে যা সকলকে অবাক করে বা বিস্ময় তৈরি করে। যদি আপনাকে বলি বিশ্বে এমন এক দেশ রয়েছে যা এক দিনেরও কম সময়ে পায়ে হেঁটে পুরো ঘোরা যায়। শুনতে অবকা লাগলেও এটাই সত্যি।
advertisement
2/6
অপরুপ সুন্দর সেই দেশ। রয়েছে আল্পস পর্বতের সৌন্দর্য, রয়েছে চোখ জুরানো সবুজের সম্ভার, প্রকৃতি যেন নিজেকে উজার ঢেলে সাজিয়ে দিয়েছে। রয়েছে প্রাচীন কেল্লাও। আঁকা ছবি বললেও খুব একটা ভুল হবে না।
advertisement
3/6
ছোট দেশ হলেও রয়েছে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা। নিজস্ব সংস্কৃতি, রাজধানী, ইতহাস, মুদ্রা সবকিছুই। এমন দেশ কিনা পায়ে হেঁটে এক দিনেরও কম সময়ে ঘুরে ফেলা যায়। এটি বিশ্বের ষষ্ঠ সবথেকে ছোট দেশ।
advertisement
4/6
দেশটির নাম লিশটেনস্টাইন। পশ্চিম ও দক্ষিণে সুইৎজারল্যান্ড এবং পূর্ব ও উত্তরে অস্ট্রিয়া, পুরোটাই একটি স্থলভাগ বেষ্টিত এই ছোট্ট দেশটি। যার রাজধানীর নাম ভাদুজ। এখানে সব মানুষ জার্মান ভাষায় কথা বলেন।
advertisement
5/6
এটি ইউরোপের চতুর্থ ক্ষুদ্রতম দেশ। লিশটেনস্টাইনের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত সব মিলিয়ে ১৫ মাইল। আর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের দূরত্ব আড়াই মাইল। দেশটির জনসংখ্যা প্রায় ৪০ হাজারের কাছাকাছি।
advertisement
6/6
সুইস ফ্রাঙ্ক হল এ দেশের মুদ্রা। লিশটেনস্টাইন দেশটিকে সুইৎজারল্যান্ডের সঙ্গে আলাদা করেছে রাইন নদী। পুরো দেশটাই কার্যত প্রকৃতির কোলে অবস্থিত। তাই পর্যটকদের ভিড় জমে এখানে। এত ছোট আয়তন বলেই একদিনে পায়ে হেঁটে দেখা সম্ভব।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: পায়ে হেঁটে ঘোরা যায় পুরো দেশ, লাগে এক দিনেরও কম সময়, সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল