কুকুর কোন 'রং' দেখলে রেগে যায় বলুন তো? উত্তর শুনলে চমকে যাবেন, গ্যারান্টি!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: চাকরির পরীক্ষায় কোনও না কোনও ভাবে সাধারণ জ্ঞানের প্রশ্ন করাই হয়। আর সেই প্রশ্নে উত্তর সঠিক দিতে পারলে বেশ কয়েক ধাপ এগিয়ে যাওয়া যায় পরীক্ষকদের নজরে। এমনই কিছু প্রশ্ন ও উত্তর জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।
advertisement
1/12

যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান অত্যন্ত জরুরি। চাকরির পরীক্ষায় কোনও না কোনও ভাবে সাধারণ জ্ঞানের প্রশ্ন করাই হয়। আর সেই প্রশ্নে উত্তর সঠিক দিতে পারলে বেশ কয়েক ধাপ এগিয়ে যাওয়া যায় পরীক্ষকদের নজরে।
advertisement
2/12
যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সময় প্রথমেই পরীক্ষায় কী আসতে চলেছে তা নিয়ে ভাবনা চিন্তা করতে হয়। যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান খুবই জরুরি।
advertisement
3/12
সব পরীক্ষায় তাই জিকে-র প্রশ্ন করাই হয়। তাই আজ আমরা আপনাকে সাধারণ জ্ঞানের কিছু জরুরি ও মজাদার প্রশ্ন ও তার উত্তর সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনার পরীক্ষা বা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হতে পারে। আর সঠিক উত্তর দিয়ে আপনি এগিয়ে যেতে পারেন চাকরি প্রাপকদের তালিকায়।
advertisement
4/12
প্রশ্ন ১ - ফুচকা বা গোলগাপ্পা তৈরির কাজ কোন দেশে প্রথম শুরু হয়?
advertisement
5/12
প্রশ্ন ২ - বাড়িতে কোন গাছ লাগালে সাপ আসে না? উত্তর ২ - ঘরে সর্পগন্ধা গাছ লাগালে সাপ আসে না।
advertisement
6/12
প্রশ্ন ৩ - ভারতের কোন শহরে স্বর্ণ মন্দির অবস্থিত? উত্তর ৩ - স্বর্ণ মন্দির ভারতের অমৃতসরে অবস্থিত।
advertisement
7/12
প্রশ্ন ৪ - ভারতের কোন রাজ্যে পুষ্কর মেলা হয়? উত্তর ৪ - রাজস্থানে পুষ্কর মেলা অনুষ্ঠিত হয়।
advertisement
8/12
প্রশ্ন ৫ - কুকুর কোন রঙ দেখে রেগে যায়? উত্তর ৫ - কুকুর কালো রং দেখে রেগে যায়।
advertisement
9/12
প্রশ্ন ৬ - কোন ফসলের বীজ বপনের প্রয়োজন হয় না? উত্তর ৬ - আখ বপনের জন্য বীজের প্রয়োজন হয় না।
advertisement
10/12
প্রশ্ন ৭ - কোন গাছের পাতা দিয়ে বিড়ি তৈরি করা হয়? উত্তর ৭ - পান্ডুল গাছের পাতা থেকে বিড়ি তৈরি করা হয়।
advertisement
11/12
প্রশ্ন ৮ - বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প কোথায় শুরু হয়েছিল? উত্তর ৮ - বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প হরিয়ানা থেকে শুরু হয়েছিল।
advertisement
12/12
প্রশ্ন ৯ - পাখিদের রাজা বলা হয় কাকে? উত্তর ৯ - ঈগলকে পাখিদের রাজা বলা হয়।