TRENDING:

Knowledge Story: এ দেশে রাস্তার রং নাকি নীল! না সিনেমা নয়, কোন দেশ ৯৯ শতাংশ মানুষই জানেন না

Last Updated:
Knowledge Story: জেনে নিন এই দেশের বেশির ভাগ রাস্তাই এক্সক্লুসিভ এই নীল রঙের৷
advertisement
1/7
এ দেশে রাস্তার রং নাকি নীল! না সিনেমা নয়, কোন দেশ ৯৯ শতাংশ মানুষই জানেন না
Knowledge Story:  সারা পৃথিবীতে অসংখ্য দেশ রয়েছে৷ সব দেশেই নানারকম নিয়ম রয়েছে৷ তার তার মতো করে সে দেশের প্রশাসনই সে সব দেশ চালায়৷ পৃথিবীর নানা দেশেই পরিবহন ব্যবস্থা খুবই উন্নত৷ যে দেশ যত উন্নত তাদের পরিবহনে নানা রকম বৈশিষ্ট্য থাকে, কিন্তু এরকম কখনও শুনেছেন কি দেশের রাস্তাঘাট সবই নাকি নীল রঙেরও হয়!
advertisement
2/7
পৃথিবীর বেশিরভাগ দেশেই রাস্তার রঙ হয় কালো৷ কারণ পিচের শক্ত আস্তরণ যা পাকা রাস্তা দীর্ঘমেয়াদী শক্তিশালী করে তার রঙ হয় কালো, তাই রাস্তার রঙও হয় কালো৷
advertisement
3/7
৯৯ শতাংশ মানুষই জানেন না যে কালোর বাইরেও পাকা রাস্তা অন্য রঙের হয়৷ তাও আবার নীল রঙের রাস্তাঘাট দেশ জুড়ে ছড়িয়ে থাকে!
advertisement
4/7
জেনে নিন এই দেশের বেশির ভাগ রাস্তাই এক্সক্লুসিভ এই নীল রঙের৷ এটি পশ্চিম এশিয়ার অত্যন্ত বিত্তশালী একটি দেশ৷
advertisement
5/7
কাতারের রাস্তার রঙ নীল৷ কোনও রূপকথার দেশ বা সিনেমার কল্পরাজ্য নয় এই দেশের রাস্তার রঙই নীল৷
advertisement
6/7
এত সুন্দর রঙের রাস্তাঘাট দেখলেই খুব ভাল লাগে৷ কিন্তু এই রাস্তার রঙ নীল করা যাতে তাপমাত্রা খানিকটা নিয়ন্ত্রিত রাখা যায়৷ কালো রঙের রাস্তা বেশি তাপ শোষণ করে৷ তাই সেটার প্রকোপ কমাতেই রাস্তা নীল রঙের করে কাতার৷
advertisement
7/7
এছাড়াও লাস ভেগাস, টোকিও এবং মক্কাতেও বেশি কিছু জায়গায় রাস্তার রঙ নীল হয়ে থাকে৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: এ দেশে রাস্তার রং নাকি নীল! না সিনেমা নয়, কোন দেশ ৯৯ শতাংশ মানুষই জানেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল