Knowledge Story: কন্যাসন্তান জন্মালেই আরও ১১১ 'সন্তান'-এর রোপণ, কী বিস্ময়কর এই গ্রামের নিয়ম! কোথায় জানেন?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Knowledge Story: বিজ্ঞানের ছায়ায় আমাদের দেশ থেকে চাঁদে যাচ্ছে মানুষ, মুঠোয় বিশ্ব আনছে তবু বংশপ্রদীপ হিসেবে পুত্রসন্তানের দাবি অটুট। সেই সময়, রাজস্থানের এই ছোট্ট গ্রাম অন্য কথা বলছে।
advertisement
1/6

আজও ভারতের বহু জায়গায় কন্যাসন্তানকে অভিশাপ মনে করা হয়। কন্যাভ্রুণ হত্যা করতেও দুবার ভাবে না অনেক পরিবার। একুশ শতকে এসেও লিঙ্গবৈষম্যের দাবিতে রাস্তায় নামছেন লাখ লাখ মানুষ।
advertisement
2/6
বিজ্ঞানের ছায়ায় আমাদের দেশ থেকে চাঁদে যাচ্ছে মানুষ, মুঠোয় বিশ্ব আনছে তবু বংশপ্রদীপ হিসেবে পুত্রসন্তানের দাবি অটুট। সেই সময়, রাজস্থানের এই ছোট্ট গ্রাম অন্য কথা বলছে।
advertisement
3/6
রাজস্থানের ছোট্ট গ্রাম পিপলান্ত্রি কন্যাসন্তানের জন্ম উদযাপন করে। এ গ্রামের বাসিন্দারা বিশ্বাস করেন, কন্যাসন্তান জন্মানো যেন এক আশীর্বাদ।
advertisement
4/6
সমাজের সঙ্গে সঙ্গে প্রকৃতি নিয়েও বেশ সচেতন এই গ্রামের বাসিন্দারা। এ গ্রামে এক একটি কন্যাসন্তান জন্মালে তার নাম করে রোপন করা হয় ১১১টি চারাগাছ।
advertisement
5/6
লোকমুখে জানা যায়, বহু বছর আগে শ্যামসুন্দর পালিওয়াল নামের এক গ্রামপ্রধানের কন্যাসন্তান খুব অল্প বয়সে মারা যায়। প্রিয় শিশুকন্যার স্মৃতির উদ্দেশে তিনিই চালু করেছিলেন এই প্রথা।
advertisement
6/6
পিপলান্ত্রির গ্রামবাসীরা বিশ্বাস করেন, কন্যাসন্তান কোনও বোঝা নয় বরং প্রাপ্তি। তাই, তাঁরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেন না এবং বিয়ে দেওয়ার আগে মেয়েকে যথেষ্ট পড়াশোনা করান।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: কন্যাসন্তান জন্মালেই আরও ১১১ 'সন্তান'-এর রোপণ, কী বিস্ময়কর এই গ্রামের নিয়ম! কোথায় জানেন?