TRENDING:

Knowledge Story: কন্যাসন্তান জন্মালেই আরও ১১১ 'সন্তান'-এর রোপণ, কী বিস্ময়কর এই গ্রামের নিয়ম! কোথায় জানেন?

Last Updated:
Knowledge Story: বিজ্ঞানের ছায়ায় আমাদের দেশ থেকে চাঁদে যাচ্ছে মানুষ, মুঠোয় বিশ্ব আনছে তবু বংশপ্রদীপ হিসেবে পুত্রসন্তানের দাবি অটুট। সেই সময়, রাজস্থানের এই ছোট্ট গ্রাম অন্য কথা বলছে।
advertisement
1/6
কন্যাসন্তান জন্মালেই আরও ১১১ 'সন্তান'-এর রোপণ, কী বিস্ময়কর এই গ্রামের নিয়ম!
আজও ভারতের বহু জায়গায় কন‍্যাসন্তানকে অভিশাপ মনে করা হয়। কন্যাভ্রুণ হত্যা করতেও দুবার ভাবে না অনেক পরিবার। একুশ শতকে এসেও লিঙ্গবৈষম্যের দাবিতে রাস্তায় নামছেন লাখ লাখ মানুষ।
advertisement
2/6
বিজ্ঞানের ছায়ায় আমাদের দেশ থেকে চাঁদে যাচ্ছে মানুষ, মুঠোয় বিশ্ব আনছে তবু বংশপ্রদীপ হিসেবে পুত্রসন্তানের দাবি অটুট। সেই সময়, রাজস্থানের এই ছোট্ট গ্রাম অন্য কথা বলছে।
advertisement
3/6
রাজস্থানের ছোট্ট গ্রাম পিপলান্ত্রি কন্যাসন্তানের জন্ম উদযাপন করে। এ গ্রামের বাসিন্দারা বিশ্বাস করেন, কন্যাসন্তান জন্মানো যেন এক আশীর্বাদ।
advertisement
4/6
সমাজের সঙ্গে সঙ্গে প্রকৃতি নিয়েও বেশ সচেতন এই গ্রামের বাসিন্দারা। এ গ্রামে এক একটি কন্যাসন্তান জন্মালে তার নাম করে রোপন করা হয় ১১১টি চারাগাছ।
advertisement
5/6
লোকমুখে জানা যায়, বহু বছর আগে শ্যামসুন্দর পালিওয়াল নামের এক গ্রামপ্রধানের কন্যাসন্তান খুব অল্প বয়সে মারা যায়। প্রিয় শিশুকন্যার স্মৃতির উদ্দেশে তিনিই চালু করেছিলেন এই প্রথা।
advertisement
6/6
পিপলান্ত্রির গ্রামবাসীরা বিশ্বাস করেন, কন‍্যাসন্তান কোনও বোঝা নয় বরং প্রাপ্তি। তাই, তাঁরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেন না এবং বিয়ে দেওয়ার আগে মেয়েকে যথেষ্ট পড়াশোনা করান।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: কন্যাসন্তান জন্মালেই আরও ১১১ 'সন্তান'-এর রোপণ, কী বিস্ময়কর এই গ্রামের নিয়ম! কোথায় জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল