Knowledge Story: ফোন রাখার সময় 'Tata' বা 'bye' বলে থাকেন? কিন্তু এর ফুলফর্ম জানেন? বেশিরভাগ জনই উত্তর দিতে গেলে হোঁচট খাবেন, গ্যারেন্টি
- Published by:Debolina Adhikari
 - news18 bangla
 
Last Updated:
বিদায় জানানোর জন্য এই দুই আসলে কোনও শব্দ নয়? শব্দকে ছোট করে বলা হয়৷ এই দুই আসলে সেই শব্দেরই ছোট ফর্ম৷ জেনে নিন এই দুই শব্দের ফুলফর্ম৷  
advertisement
1/6

 কথা শেষে বা কোথায় যেতে হলে আমরা প্রায়-ই টাটা বা বাই বলে থাকি। ধরুন কারও সঙ্গে কথা বলছেন মোবাইলের ফোনে তারপর সেই ফোনটা রাখতে যাচ্ছেন।তখন অনেকেই তখন টাটা বা বাই বলে থাকেন।
advertisement
2/6
 শুধু তাই নয়, সাধারণত সমস্ত ধরণের বিদায় সম্ভাষণ জানাতে এই দুই শব্দবন্ধনীর ব্যাপক প্রযোগ রয়েছে। ফোনের প্রান্ত থেকে কথা বলার শেষে সকলেই কম বেশি এই শব্দের ব্যবহার করে থাকেন। কেউ কারওর সঙ্গে দেখা করতে এল যাওয়ার সময় বিদায় জানাতে এই 'Tata' ও 'bye' বলার প্রচলন এখন সমগ্র বিশ্বজোড়া।
advertisement
3/6
 কিন্তু জানেন কি বিদায় জানানোর জন্য এই দুই আসলে কোনও শব্দ নয়? শব্দকে ছোট করে বলা হয়৷ এই দুই আসলে সেই শব্দেরই ছোট ফর্ম৷ জেনে নিন এই দুই শব্দের ফুলফর্ম৷ 
advertisement
4/6
 জানুন এই 'bye' শব্দের ফুলফর্ম 'Be with you every time'। আজকাল সবসময় এই পংক্তিকেই ছোট করে বাই শব্দের প্রচলন শুরু হয়৷
advertisement
5/6
 এই 'bye' শব্দটি ১৯৮০-র দশকে খুবই বিখ্যাত হয়েছিল৷ মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে বিদায় সম্ভাষণ জানাতে এই শব্দের ব্যাপক প্রয়োগ শুরু হয়৷
advertisement
6/6
 ব্রিটিশ ইংরাজীতে TA-TA শব্দের অর্থ হল বিদায়৷ বিশেষত কাউকে বিদায় বলার সময় এই শব্দটি বহুল ব্যবহৃত হয়৷ বিশেষত কাউকে বিদায় বলার সময় এই শব্দটি ব্যবহার করা হয়৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: ফোন রাখার সময় 'Tata' বা 'bye' বলে থাকেন? কিন্তু এর ফুলফর্ম জানেন? বেশিরভাগ জনই উত্তর দিতে গেলে হোঁচট খাবেন, গ্যারেন্টি