TRENDING:

Knowledge Story: ইচ্ছে মতো স্বামী বদল করে মেয়েরা! স্ত্রী চুরি এখানে সম্মানের! সঙ্গমেও নেই বাধা! রহস্যময় এই গ্রাম অবাক করবে! জানুন

Last Updated:
Knowledge Story: এখানকার মেয়েরা পৃথিবীর সব থেকে সুন্দরী নারী! মেয়েদের এখানে অবাধ স্বাধীনতা! জানুন
advertisement
1/12
এখানে ইচ্ছে মতো স্বামী বদল করে মেয়েরা! অন্যের স্ত্রীকে চুরি করাও সম্মানের!
কালাশ উপজাতির নাম শুনেছেন? জানেন কোথায় থাকেন এরা? কালাশদের সম্পর্কে যত জানবেন অবাক হবেন! সেখানকার মেয়েরা পরীর থেকেও বেশি সুন্দরী! photo source collected
advertisement
2/12
পাকিস্তানের উত্তর-পশ্চিমে রয়েছে খাইবার-পাখতুনখোয়া প্রদেশ। সেই প্রদেশেই আছে হিন্দুকুশ পর্বতশ্রেণি। যাকে গ্রীকরা বলতেন ককেশাস ইণ্ডিকাস। সেই হিন্দুকুশ পর্বতশ্রেণির দুর্গম এলাকাটিই পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন। photo source collected
advertisement
3/12
এমনই এক স্বপ্নের পরিবেশে বাস করে এক স্বাধীনচেতা প্রাচীন শেতাঙ্গ জনগোষ্ঠী। তাদের চুলের রং সোনালি, চোখের মণি নীল। এই মানুষদের সৌন্দর্য যেন একেবারেই আলাদা। photo source collected
advertisement
4/12
পাকিস্তানের আর কোনও গোষ্ঠীর মানুষদের সঙ্গে তাদের চেহারা, ধর্ম, সংস্কৃতি, সমাজব্যবস্থা ও খাদ্যাভাসের বিন্দুমাত্র মিল নেই। এই স্বাধীনচেতা গোষ্ঠি হল কালাশ। photo source collected
advertisement
5/12
কালাশের মানুষেরা পাকিস্তানের শাসন মানে না। তারা নিজেদেরকে কালাশ উপজাতি গ্রীক বীর আলেকজান্ডার দ্য গ্রেটের সৈন্যসামন্তের বংশধর বলে মনে করেন। তারা জানেন মরলে লড়াই করেই মরতে হয়, কারও অধীনে থেকে নয়। আর এজন্যই পাকিস্তানও এদেরকে স্বাধীনভাবে থাকতে দিয়েছে। আর এই কালাশ উপজাতিরাও বিচ্ছিন্ন এক দুর্গম অঞ্চলে মনের সুখেই বসবাস করছে। photo source collected
advertisement
6/12
ইতিহাসবিদদের মতে, কালাশরা এখন যেখানে বসবাস করেন, আলেকজান্ডার দ্য গ্রেট সেই উত্তর পাকিস্তানের পাহাড়ি এলাকা জয় করেছিলেন দু'হাজার বছর আগে। কালাশ জনগোষ্ঠীর মানুষরাও এখানে বাস করছেন প্রায় দু’হাজার বছর ধরেই। photo source collected
advertisement
7/12
সেখানকার নারীরাও স্বাধীনচেতা। নিজেরাই নিজেদের স্বামী বেছে নিতে পারেন। পুরুষতন্ত্রের কোনও প্রকাশ নেই কালাশ গ্রামগুলোতে। কালাশ গ্রামে নারী-পুরুষের সমান অধিকার। photo source collected
advertisement
8/12
কালাশ নারীদের স্বামী নির্বাচনের স্বাধীনতা যেমন রয়েছে, তেমনি রয়েছে স্বামী পরিবর্তন করার ক্ষমতাও। তবে আগের স্বামী নারীটিকে যা দিয়েছেন, তার দ্বিগুণ দ্বিতীয় স্বামীকে দিতে হবে। মেয়েদের দ্বিগুণ যৌতুক দিতে হয়! এখানে ছেলেরা পণ নেয় না! photo source collected
advertisement
9/12
স্ত্রী ছিনতাই হয় কালাশদের! এটাকে কালাশরা অপরাধ ভাবেন না। এক গ্রামের কালাশ বধূকে ছিনতাই করে নিয়ে যায় অন্য গ্রামের কালাশ পুরুষ( উভয়ের সম্মতিতেই)। একে 'ঘোনা দস্তুর' বলা হয়। কালাশদের বিভিন্ন উৎসবে এটাই স্বাভাবিক ঘটনা।
advertisement
10/12
সবে যৌবনে পা দেয়া ছেলেদের গ্রীষ্মকালে ভেড়া নিয়ে উচুঁ পাহাড়ে পাঠিয়ে দেয়া হয়। বেঁচে ফিরলে 'বাদুলাক' উৎসব হয়। এই উৎসবে সে এক দিনের জন্য গ্রামের যেকোনও বিবাহিত, অবিবাহিত ও কুমারী নারীর সঙ্গে থাকবে এবং বাধ্যতামূলক ভাবে সঙ্গম করবে। photo source collected
advertisement
11/12
এর জন্য কেউ গর্ভবতী হলে সেটাকে আশীর্বাদ বলে মনে করেন গ্রামের সবাই। নারীরা ঋতুমতী হলে বা সন্তান জন্মের সময় তাদের গ্রামের প্রান্তে বাশালেনি নামে একটা ঘরে থাকতে হয়। photo source collected
advertisement
12/12
২০১৪ সালে নিউইয়র্ক টাইমস লিখেছিল, কালাশ মানুষদের ডিএনএ বলছে, তারা প্রাচীন ইউরোপীয় জনগোষ্ঠীর বংশোদ্ভূত। কালাশ শিশুদের শরীরে বইছে গ্রীক রক্ত। photo source collected
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: ইচ্ছে মতো স্বামী বদল করে মেয়েরা! স্ত্রী চুরি এখানে সম্মানের! সঙ্গমেও নেই বাধা! রহস্যময় এই গ্রাম অবাক করবে! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল