Knowledge Story: সঙ্গমের পরেই নিজের পুরুষ পার্টনারকে নিকেশ করে বানিয়ে নেয় বিধবা, আবার সন্তানদেরও খায় অনেকেই, এরা কারা জানেন কি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
GK, Trending News: এও সম্ভব প্রেয়সী শেষ করে দিচ্ছে প্রেমিককে, মা খতম করছে সন্তানকে, ভাই মার্তৃগর্ভে নিকেশ করছে সঙ্গী ভাই-বোনকে...
advertisement
1/9

: বন্য প্রাণী জগতের নিজেদের মত করে নিয়ম রয়েছে৷ তারা তাদের মতো করেই নিজেদের রক্ষা করে, খাবার জোগাড় করে, সঙ্গমের আনন্দ নেয়, পরের প্রজন্মকে জন্ম দেয়৷ কিন্তু জানেন কি নিজেদের প্রজাতির মাংস নিজেরাই খাবার এক অদ্ভুত পদ্ধতি রয়েছে৷ যা সোজা কথায় ক্যানিবালিজিম৷ এরা নিজেদের শিশুদের খেয়ে নেয়৷ শুধু তাইই নয়, অনেক সময়েই নিজেদের পার্টনারকেও খেয়ে নিতে দ্বিধাবোধ করে না এরা৷
advertisement
2/9
Praying Mantisএরা একধরনের পঙ্গপাল৷ ক্যানিবালিজিম দুনিয়ার অন্যতম খতরনাক সদস্য এরা৷ স্ত্রী ম্যান্টিসরা সঙ্গমের পর নিজের পুরুষ সঙ্গীর মাথাটি ছিঁড়ে খেয়ে নেয়৷ এর থেকে অতিরিক্ত প্রোটিন পায় স্ত্রী ম্যান্টিসরা৷ এর ফলে মহিলা প্রেয়িং ম্যান্টিস উচ্চমানের ডিম দিতে পারে৷
advertisement
3/9
Lionসিংহদের মধ্যে হাতেগোনা এই কেস পাওয়া যায়৷ নতুন সিংহ যে রাজা হতে চলেছে সে আগের রাজার সন্তান শাবকদের খেয়ে নেওয়ার ঘটনা ঘটে৷ এটা সম্পূর্ণভাবে নিজের সিংহাসন নিষ্কন্টক করার জন্য সিংহরা করে থাকে৷
advertisement
4/9
HamstersHamsters- খুব মিষ্টি ধরনের এই পোষ্যগুলি অনেকেরই খুব প্রিয়৷ কিন্তু কখনও কখনও মা হ্যামস্টাররা নিজেদের খুদে সন্তানদের খেয়ে নেয়৷ যখন তারা পরিশ্রান্ত বোধ করে অর্থাৎ স্ট্রেসড হয় তখন তারা তাদের খেয় নেয়৷ নিজেদের জায়গা এবং খাবারের জন্য এইভাবে খেয়ে নেয়৷
advertisement
5/9
Black Widow Spiderএই প্রজাতির মাকড়সা প্রেয়িং ম্যান্টিসের মতো৷ ব্ল্যাক উইডো স্পাইডার সঙ্গমের পর নিজেদের পুরুষ সঙ্গীকে মেরে ফেলে এবং তাদের খেয়েও নেয়৷ সঙ্গমের পরেই নিজেদের বৈধব্য বরণ করে নেয় মেয়ে ব্ল্যাক উইডো স্পাইডাররা৷
advertisement
6/9
Chickensবদ্ধ কুপের মধ্যে আটকে থাকলে যেখানে ভিড়ে মুরগিরা নড়াচড়া করতে পারে না৷ তাতে তারা স্ট্রেসড হয়ে গেলে নিজের ছোট মুরগির ছানাদের খেয়ে নেয়৷ অনেক সময় ডিমও খেয়ে নেয় তারা৷
advertisement
7/9
Polar Bearমেরু ভল্লুকরাও খুবই কম তবুও নিজের সন্তানদের খেয়ে থাকে৷ কখনও খাদ্যের অভাবে পুষ্টির জন্য নিজেদের বাচ্চাদের খেয়ে নেয় পোলার বেয়ার৷
advertisement
8/9
Sand Tiger Sharkস্যান্ড টাইগার শার্ক জলের দুনিয়ার পাওয়ারফুল প্রাণী৷ এরা নিজেদের সন্তান বা পার্টনারকে খেয়ে নেয় না, এরা খায় নিজেদের ভাই-বোনদের৷ তবে এটা তারা তখনই করে যখন তারা মাতৃগর্ভে থাকে৷ সে সময় যে ভ্রূণ শক্তিশালী সে নিয়ে দুর্বল ভাইবোনদের ভ্রূণ খেয়ে শক্তিবৃদ্ধি করে৷
advertisement
9/9
Ratsপ্রচণ্ড চাপে থাকে যখন ইঁদুর তখন সেও খেয়ে ফেলে নিজেদের প্রজাতিকেই৷ অন্য কারোর থেকে বিপদ আছে আন্দাজ করলে সে নিজেই নিজের সন্তানকে খেয়ে ফেলে৷ আবার অনেক সময় দুর্বল শিশুদেরও খেয়ে ফেলে৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: সঙ্গমের পরেই নিজের পুরুষ পার্টনারকে নিকেশ করে বানিয়ে নেয় বিধবা, আবার সন্তানদেরও খায় অনেকেই, এরা কারা জানেন কি