TRENDING:

Knowledge Story: বলুন তো, ভারতের সবচেয়ে বড়লোক শহর কোনটি? কলকাতা কত'তে? প্রথম নামটি তাজ্জব করে দেবে

Last Updated:
Knowledge Story: জানেন কি যে, আমাদের দেশে এই ধনী মানুষের সংখ্যা কত? এই ধনী ব্যক্তিরা কোথায় থাকেন? তাও আবার স্বপরিবারে।
advertisement
1/10
বলুন তো, ভারতের সবচেয়ে বড়লোক শহর কোনটি?কলকাতা কত'তে?প্রথম নামটি তাজ্জব করে দেবে
২০১৪ সালে একটি সমীক্ষার রিপোর্ট বেরিয়েছিল। তাতে লেখা হয়েছিল, গোটা দুনিয়ায় মাল্টি-মিলিয়নেয়ারের সংখ্যার নিরিখে ভারত আট নম্বরে রয়েছে। মাল্টি-মিলিয়নেয়ার মানে এমন মানুষ, যাঁর মোট সম্পদের পরিমাণ অন্তত দশ মিলিয়ন, মানে এক কোটি ডলার।
advertisement
2/10
টাকার অঙ্কে, আশি কোটির কাছাকাছি। ভারতে এমন ধনী বা অতি-ধনীর সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, জার্মানি বা ব্রিটেনের তুলনায় কম বটে, তবে কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া বা ফ্রান্সের থেকে বেশি।
advertisement
3/10
কিন্তু জানেন কি যে, আমাদের দেশে এই ধনী মানুষের সংখ্যা কত? এই ধনী ব্যক্তিরা কোথায় থাকেন? তাও আবার স্বপরিবারে। চলুন তাহলে সেই রাজ্য বা শহরগুলির নাম জেনে নেওয়া যাক।
advertisement
4/10
মুম্বই: দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি পরিবার সহ বসবাস করেন বাণিজ্য নগরী মুম্বইতে। এই শহরজুড়ে অন্তত ৩২৮ জনকে পাওয়া গেছে যাদের মোট সম্পত্তির পরিমাণ ১০০০ কোটি বা তার বেশি। এটা অবশ্য ২০১৯ সালের গণনা। এখন এই সংখ্যা আরও বেড়েছে। অবশ্য মুকেশ আম্বানি বা শিল্পপতি ছাড়াও আরও অনেক সেলিব্রেটি রয়েছেন এই শহরে, যাঁদের ধনীদের মধ্যে গণ্য করা হয়।
advertisement
5/10
নয়াদিল্লি: ধনী শহরের তালিকায় দ্বিতীয়েই আছে রাজধানী। প্রায় ২০০ জনের কাছাকাছি অতিধনীর বাস রাজধানী শহরে। এইচসিএল তথ্যপ্রযুক্তি সংস্থার কর্ণধার শিব নাদার থাকেন দিল্লিতে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২ লক্ষ ২৮ হাজার কোটি টাকা।
advertisement
6/10
বেঙ্গালুরু: ভারতের আইটি হাব বেঙ্গালুরুতেও ধনীদের ছড়াছড়ি। শহরের ধনীতম ব্যক্তি হলেন আরএমজেড কোরের গ্রুপ চেয়ারম্যান অর্জুন মেন্দার মোট সম্পত্তির পরিমাণ নয় নয় করে ৩৭ হাজার কোটি।
advertisement
7/10
হায়দরাবাদ: হায়দরাবাদে ৮৭ জন ধনী ব্যক্তির বাড়ি রয়েছে এবং তাঁরা ভারতের অর্থনৈতিক স্থিতিতে উল্লেখযোগ্য অবদান রাখেন।
advertisement
8/10
চেন্নাই: ধনী ব্যক্তিদের বসবাসকারী হিসেবে চেন্নাই রয়েছে পঞ্চম নম্বরে। এই শহরে ৬৭ ধনী ব্যক্তি বা সংস্থার প্রধান বাস করেন।
advertisement
9/10
আহমেদাবাদ: ৫৪টি পরিবারকে পাওয়া গেছে যাদের মোট সম্পত্তির পরিমাণ ১০০০ কোটির বেশি।
advertisement
10/10
কলকাতা: ধনীদের সংখ্যার নিরিখে দেশে সাত নম্বরে নাম রয়েছে কলকাতার। এখানে নয় নয় করে ৫১টি পরিবারকে পাওয়া যাবে যারা কোটিপতি। শহরের ধনীতম ব্যক্তি শ্রী সিমেন্টের কর্ণধার বেনু গোপাল যাঁর মোট সম্পত্তির পরিমাণ কম করেও ৫৭ হাজার কোটি। এছাড়াও পুনে, সুরাত ও গুরুগ্রামেও রয়েছে প্রচুর পরিমাণে অতিধনী পরিবারের বাস।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বলুন তো, ভারতের সবচেয়ে বড়লোক শহর কোনটি? কলকাতা কত'তে? প্রথম নামটি তাজ্জব করে দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল