TRENDING:

Knowledge Story: বলুন তো, ভারতের সবথেকে গরিব রাজ্য কোনটি? নামটি শুনেই চমকে যাবেন নিশ্চিত

Last Updated:
Knowledge Story: উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের স্থান যথাক্রমে তিন ও চার নম্বরে৷
advertisement
1/7
বলুন তো, ভারতের সবথেকে গরিব রাজ্য কোনটি? নামটি শুনেই চমকে যাবেন নিশ্চিত
দারিদ্র্য দূরীকরণে ভারতের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে রাষ্ট্রসংঘ। UN-এর হিসাব অনুযায়ী, ২০০৫-০৬ থেকে ২০১৯-২১ সময়কালের মধ্যে ভারতে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় ৪১.৫ কোটি হ্রাস পেয়েছে। এটিকে একটি 'ঐতিহাসিক পরিবর্তন' বলে অভিহিত করেছে রাষ্ট্রসংঘ।
advertisement
2/7
রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP) এবং অক্সফোর্ড দারিদ্র্য ও মানব উন্নয়ন উদ্যোগ (OPHI) দ্বারা প্রকাশিত বহুমাত্রিক দারিদ্র্য সূচকে (MPI) এই ফলাফল উঠে এসেছে।
advertisement
3/7
দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনগুলি এগিয়ে ও কোনগুলি পিছিয়ে আছে, তা বোঝা যায় এই MPI সমীক্ষার মাধ্যমে। দারিদ্র‍ দূরীকরণে সবথেকে অসফল রাজ্যগুলির মধ্যে প্রথম হল বিহার।
advertisement
4/7
এরপর রয়েছে ঝাড়খণ্ড, তারপর উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ। এরপর রয়েছে মেঘালয়৷ 51.9% দারিদ্র‍-হার নিয়ে দেশের গরিবতম রাজ্য হল বিহার। উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের স্থান যথাক্রমে তিন ও চার নম্বরে৷
advertisement
5/7
ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি জুড়ে, আপেক্ষিকভাবে সবচেয়ে দ্রুত গোয়া, তারপরে জম্মু ও কাশ্মীর, অন্ধ্র প্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে দারিদ্র হ্রাস পেয়েছে।
advertisement
6/7
দেশের মধ্যে গরিবি সবচেয়ে কম কেরলে। দক্ষিণের এই রাজ্যে এর হার মোট জনসংখ্যার ০.৭১ শতাংশ। এরপরেই রয়েছে গোয়া (৩.৭৬ শতাংশ), সিকিম (৩.৮২ শতাংশ), তামিলনাড়ু (৪.৮৯ শতাংশ) ও পঞ্জাব (৫.৫৯ শতাংশ)।
advertisement
7/7
নীতি আয়োগের ওই রিপোর্ট অনুযায়ী, মাতৃত্বকালীন স্বাস্থ্য, স্কুলে শিক্ষার বছরে বঞ্চিত জনসংখ্যার শতকরা হার, স্কুলে হাজিরা ও রান্নার জ্বালানি ও বিদ্যুতের সুযোগ থেকে বঞ্চিত জনসংখ্যার শতকরা হারের মতো মাপকাঠিতেও বিহারের স্থান তালিকায় একেবারে শেষে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বলুন তো, ভারতের সবথেকে গরিব রাজ্য কোনটি? নামটি শুনেই চমকে যাবেন নিশ্চিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল