TRENDING:

Knowledge: পৃথিবীর একমাত্র প্রাণী, যার দুটি মাথা রয়েছে! বলুন তো, কোন প্রাণী? নামটা শুনেই কিন্তু অবাক হয়ে যাবেন

Last Updated:
Knowledge: আসলে সম্প্রতি এক দুটি মাথা রয়েছে এমন এক প্রাণীকে গাছের গুড়ি থেকে পোকা খেতে দেখা গিয়েছে।
advertisement
1/6
পৃথিবীর একমাত্র প্রাণী, যার দুটি মাথা রয়েছে! বলুন তো, কোন প্রাণী?
প্রকৃতিতে যেন বিস্ময়ের শেষ নেই। আমাদের চারপাশের এমন অনেক প্রাণী রয়েছে যাদের বিষয়ে আমরা খুব একটা জানি না। তা সে পাখি হোক কিংবা পশু, সবই জীববৈচিত্র্যের এক অঙ্গ। আর তাই মানুষের প্রকৃতির বিষয়ে আগ্রহ কখনও কমে না। কিন্তু এই সবের মাঝেই কখনও দুই মাথার কোনও প্রাণী দেখেছেন? ভাবছেন, তাও আবার কী?
advertisement
2/6
আসলে সম্প্রতি এক দুটি মাথা রয়েছে এমন এক প্রাণীকে গাছের গুড়ি থেকে পোকা খেতে দেখা গিয়েছে। সোশ্যায় মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যা দেখে রীতিমতো হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়।
advertisement
3/6
Buitengebieden নামে টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। ভিডিয়োটিতে একটি আজব বিশাল বড় প্রাণীকে পোকামাকড় খেতে দেখা যায়। তবে প্রকৃতির অনেক প্রাণীই তো পোকামাকড় খেয়ে বেঁচে থাকে।
advertisement
4/6
আর তাতে এমন কী বিশেষত্ব আছে? কিন্তু এক্ষেত্রে ভিডিয়োর প্রাণীটিকে দুটি মাথা দিয়ে খাবার খেতে দেখা যায়। আর তাতেই আশ্চর্য হয়ে যান সকলে।
advertisement
5/6
আসলে এই প্রাণীটির নাম হল অ্যান্টিয়েটর। যাদের শরীরে দুটি মাথা রয়েছে। সচরাসচর এই প্রাণীটির বিষয়ে কেউ জানে না বলেই সকলের মনে সংশয় জেগেছে। দুটি মাথায় দিয়েই অ্যান্টিয়েটর বেশ দিব্যি খাবার খেয়ে থাকে।
advertisement
6/6
ভিডিয়োটির প্রথমে মাথা নীচু করে খাবার খাওয়ায় প্রাণীটির যে দুটি মাথা রয়েছে তা বোঝা যায়নি। পরে অবশ্য মাথা সোজা করলেই বোঝা যায় যে সে দুটি মাথা দিয়েই সে খাবার খাচ্ছিল।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge: পৃথিবীর একমাত্র প্রাণী, যার দুটি মাথা রয়েছে! বলুন তো, কোন প্রাণী? নামটা শুনেই কিন্তু অবাক হয়ে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল