Knowledge Story: অনেকের পচ্ছন্দের তালিকায় নেই! তবে ভারতের জাতীয় সবজি কিন্তু ‘এটি’ই, কী জানেন?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Knowledge Story: ভারতে বসবাসকারী বহু মানুষই জানেন না যে ভারতের জাতীয় সবজি আছে। হ্যাঁ, জাতীয় গান, পশু, ফুল, খেলার মত জাতীয় সবজিও আছে।
advertisement
1/5

ভারতে বসবাসকারী বহু মানুষই জানেন না যে ভারতের জাতীয় সবজি আছে। হ্যাঁ, জাতীয় গান, পশু, ফুল, খেলার মত জাতীয় সবজিও আছে।
advertisement
2/5
ভারতের জাতীয় সবজি হল কুমড়ো। এটি সমগ্র ভারত জুড়ে চাষ করা হয়। খুব উর্বর মাটি প্রয়োজন হয় না কুমড়ো চাষের জন্য।
advertisement
3/5
মিষ্টি স্বাদের সবজি কুমড়ো রোজকার রান্নায় বড় ভূমিকা পালন করে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, কুমড়োর প্রচলন আছে সর্বত্র।
advertisement
4/5
অল্প দামের এই সবজি বাজারে সহজেই পাওয়া যায়। ভিটামিন- A-তে ভরপুর কুমড়ো আমাদের শরীরের জন্যও বেশ উপকারি।
advertisement
5/5
কুমড়ো শরীরে কোষ্ঠকাঠিন্য থাকলে সেই সমস্যা দূর করতেও সাহায্য করে ৷ শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিএই সবজি বিভিন্ন ধরণের ভিটামিনের ভাণ্ডার।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: অনেকের পচ্ছন্দের তালিকায় নেই! তবে ভারতের জাতীয় সবজি কিন্তু ‘এটি’ই, কী জানেন?