TRENDING:

Knowledge Story: হয় না চাষাবাদ, নেই একটিও মহকুমা! বলুন তো, পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি?

Last Updated:
Knowledge Story: পশ্চিমবঙ্গের মহকুমা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক প্রকার প্রশাসনিক একক।
advertisement
1/6
হয় না চাষাবাদ, নেই একটিও মহকুমা! বলুন তো, পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি?
পশ্চিমবঙ্গে তো জেলা আছে অনেক। কিন্তু সবচেয়ে ছোট জেলার নাম কী বলতে পারবেন? উত্তরটা কিন্তু খুবই সহজ। সেই উত্তরটা হল কলকাতা।
advertisement
2/6
পশ্চিমবঙ্গের মহকুমা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক প্রকার প্রশাসনিক একক। প্রশাসনিক কাজের সুবিধার জন্য জেলাগুলিকে এক বা একাধিক মহকুমায় ভাগ করা হয়।
advertisement
3/6
বর্তমানে রাজ্যের ২৩টি জেলায় ৭০টি মহকুমা রয়েছে। একমাত্র কলকাতা জেলায় কোনও মহকুমা নেই। প্রতিটি মহকুমার শাসনকার্য পরিচালনার জন্য একজন মহকুমা-শাসক নিযুক্ত হন। মহকুমাগুলি আবার সমষ্টি উন্নয়ন ব্লকে বিভক্ত।
advertisement
4/6
কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী। কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত। এই শহর পূর্ব ভারতের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র।
advertisement
5/6
দক্ষিণ এশিয়ায় কলকাতা তৃতীয় বৃহৎ অর্থনীতির শহর। কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম সচল বন্দর তথা দেশের প্রধান নদী বন্দর।
advertisement
6/6
২০১১ সালের জনগণনা অনুসারে, কলকাতার জনসংখ্যা ৪,৪৯৬,৬৯৪। জনসংখ্যার হিসেবে এটি ভারতের ৭ম সর্বাধিক জনবহুল পৌর-এলাকা। অন্যদিকে বৃহত্তর কলকাতার জনসংখ্যা ১৪,১১২,৫৩৬। জনসংখ্যার হিসেবে বৃহত্তর কলকাতা ভারতের ৩য় সর্বাধিক জনবহুল মহানগরীয় অঞ্চল।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: হয় না চাষাবাদ, নেই একটিও মহকুমা! বলুন তো, পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল