Knowledge Story: বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হয় কোন জিনিস? ১০০% মানুষই বলতে পারেননি! আপনি বলুন দেখি...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Knowledge Story: বিশ্ববাজারের কয়েকটি ‘বেস্ট সেলিং’ জিনিস যাদের বিক্রি তাক লাগিয়ে দেবে।
advertisement
1/7

পৃথিবীর বিভিন্ন দেশে এমন অনেক জায়গা আছে যেখানে ঠিকঠাক রাস্তা নেই, খাবার জল নেই অথবা সেখানে আলো পৌঁছয় না। এতে অবাক হওয়ার কিছু নেই। অবাক করার কথা হলো যেসব জায়গায় এইসব প্রয়োজনীয় জিনিস পৌঁছয় না সেখানেও পৌঁছে যায় কোকা-কোলা। গোটা বিশ্বে প্রতি ৮ জনে ২ জন নিয়মিত কোকা-কোলা খান।
advertisement
2/7
এইসব কোকা-কোলা ভক্তদের সৌজন্যে দিনে প্রায় ১.৮ বিলিয়ন কোকা-কোলা বিক্রি হয় যা বিশ্বের মোট জনসংখ্যার ২৬ শতাংশ। বিশ্ববাজারের এরকম আরও কয়েকটি ‘বেস্ট সেলিং’ জিনিস যাদের বিক্রি তাক লাগিয়ে দেবে।
advertisement
3/7
লে’জ পটাটো চিপসঃ ৯ হোক বা ৯০, সব বয়সের লোকেদেরই পছন্দ লে’জ পটাটো চিপস। তাই বিক্রিও আকাশ ছোঁয়া। শুধু আমেরিকাতেই বছরে ৬৩৩ মিলিয়ন ব্যাগ লে’জ বিক্রি হয়। যা একটি এয়ারক্রাফট ক্যারিয়রের ওজনের থেকেও বেশি।
advertisement
4/7
টয়োটা করোলাঃ ১৯৬৬ থেকে ৪০.৭ মিলিয়ন টয়োটা করোলা বিক্রি হয়েছে। যা নিঊ ইয়র্ক থেকে লস এঞ্জলসের দূরত্বের ৪৮ গুণের সমান।
advertisement
5/7
প্লে স্টেশনঃ বিশ্বের বহুবিক্রিত জিনিসগুলোর একটি হলো প্লে স্টেশন। ১৯৯৫ থেকে ৩৪৪ মিলিয়ন প্লে স্টেশন বিক্রি হয়েছে। এইসব প্লেস্টেশনকে একত্র করলে দাঁড়াবে দুটি গোল্ডেন গেট ব্রিজের ওজনের সমান।
advertisement
6/7
আই প্যাডঃ গোটা পৃথিবীর বাইরে যদি একটা আইফোনের কক্ষপথ হত তবে কেমন হত? ২০১০ সাল থেকে মোট ২১১ মিলিয়ন আইপ্যাড বিক্রি হয়েছে যা পরপর সাজালে পৃথিবীর ব্যসের সমান হবে।
advertisement
7/7
অ্যাঙ্গরি বার্ডসঃ একজন মানুষ আর এক জনের ওপর রাগ করে থাকবে, এটা কারওরই খুব একটা পছন্দ হয় না। কিন্তু পাখি রাগ করলে তার ‘ডিমান্ড’ গোটা বিশ্বজুড়ে। তবে এ পাখি সে পাখি নয়। এ পাখি গেমের পাখি অর্থাৎ ‘অ্যাঙ্গরি বার্ডস’। এ পর্যন্ত যত সংখ্যক অ্যাঙ্গরি বার্ডস ডাউনলোড হয়েছে তা গোটা পৃথিবীর মোট জনসংখ্যার ২৯ শতাংশ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হয় কোন জিনিস? ১০০% মানুষই বলতে পারেননি! আপনি বলুন দেখি...