Knowledge Story: বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই মানুষটি! জানেন কোন দেশের মানুষ তিনি? চমকে যাবেন জেনে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Knowledge Story: পাকিস্তানের মারদান প্রদেশে আরবাব খিজির হায়াত। ২৫ বছর বয়সের এ ব্যক্তির ওজন ৪৩৫ কেজি।
advertisement
1/8

পাকিস্তানের নাগরিক আরবাব খিজির হায়াত নিজেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ বলে দাবি করেন। সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে দাবি করা ব্যক্তির আসল নাম আরবাব খিজির হায়াত। কিন্তু তিনি বেশি পরিচিত ‘খান বাবা’ নামেই।
advertisement
2/8
পাকিস্তানের মারদান প্রদেশে আরবাব খিজির হায়াত। ২৫ বছর বয়সের এ ব্যক্তির ওজন ৪৩৫ কেজি। তিনি এক হাতে যে কোনও মানুষকে ওপরে তুলতে পারেন, নিজে গাড়ি টানতে পারেন এবং খালি হাতে ট্রাক্টর থামাতে পারেন। তাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে ধরা হচ্ছে।
advertisement
3/8
পাকিস্তানের মারদান প্রদেশের এই ব্যক্তি প্রতিদিন সকালের ৩৬টি ডিম খান। দৈনিক খাবারের তালিকায় থাকে তিন কেজি মাংস ও পাঁচ লিটার দুধ, যা তার শরীরে দৈনিক ১০ হাজার ক্যালোরি শক্তি উৎপাদন করে।
advertisement
4/8
ছয় ফুটের বেশি লম্বা লোকটি ইতোমধ্যে পাকিস্তানের জাহাজ উপাধি পেয়েছেন। বিভিন্ন মানুষ তার সঙ্গে সেলফিও তুলছেন। হায়াত গণমাধ্যমকে জানান, অতিরিক্ত ওজনের কারণে তিনি কোনও স্বাস্থ্যবীমা করতে পারেননি। তার স্বপ্ন তিনি একজন ভার উত্তোলক হবেন। যদিও পাকিস্তানে ভারোত্তোলন খেলার কোনও সুযোগ নেই। তার পরও আশা ছাড়ছেন না তিনি।
advertisement
5/8
তিনি আরও বলেন, ‘ভারোত্তোলনের পাশাপাশি আমার লক্ষ্য ডব্লিউডব্লিউই প্রতিযোগিতায় অংশ নেওয়া। এজন্য আমার লক্ষ্য আরও ওজন বৃদ্ধি করা এবং সেজন্য আমি নিয়মিত ডাক্তারের পরামর্শ নিচ্ছি।’
advertisement
6/8
খিজির হায়াতের দাবি, তিনি জাপানিজ চ্যাম্পিয়নশিপে ৪ হাজার ৫৩৫ কেজি পর্যন্ত ভারোত্তোলন করেছেন।
advertisement
7/8
দড়ি দিয়ে ট্রাক্টর টেনে নিয়ে যান হায়াত। তিনি এক হাতে একজন মানুষ এবং ১০ হাজার পাউন্ড পর্যন্ত ওজন অবলীলায় তুলতে পারেন। ‘খান বাবার’ দাবি, তিনিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ।
advertisement
8/8
শক্তিশালী এই মানুষটি এখন পাকিস্তানের ‘মিনি স্টার’। রোজই তাকে দেখতে ভিড় করেন শতাধিক মানুষ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই মানুষটি! জানেন কোন দেশের মানুষ তিনি? চমকে যাবেন জেনে