TRENDING:

Knowledge Story: বলুন তো, পৃথিবীতে কোন সবজি সবচেয়ে বেশি জনপ্রিয়? হলফ করে বলা যায়, বিশ্বাসই হবে না শুনে

Last Updated:
Knowledge Story: উৎপাদনে এগিয়ে থাকলেও অন্যান্য দেশে আলু আমাদের মতো এতটা সবজি হিসেবে খাওয়া হয় না।
advertisement
1/8
বলুন তো,বিশ্বে কোন সবজি সবচেয়ে বেশি জনপ্রিয়?১০০% গ্যারান্টি,বিশ্বাসই হবে না শুনে
সবার সঙ্গে মিশতে পারেন এমন লোককে বলে আলু! যথার্থই, কারণ অন্তত ভারতে আলুই সম্ভবত একমাত্র সবজি, যেটি প্রায় সব ধরনের রান্নার আইটেমেই ব্যবহার করা হয়। দেশে উৎপাদন ও ব্যবহারের দিক থেকে এগিয়েও আলু।
advertisement
2/8
স্বাভাবিকভাবে অনুমান করা যায়, পৃথিবীতে সর্বাধিক ব্যবহৃত সবজি তাহলে আলু। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই অনুমান ভুল! কারণ উৎপাদনে এগিয়ে থাকলেও অন্যান্য দেশে আলু আমাদের মতো এতটা সবজি হিসেবে খাওয়া হয় না।
advertisement
3/8
পরিসংখ্যান বলছে, টম্যাটো বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় সবজি। দক্ষিণ ও মধ্য আমেরিকার স্থানীয় ফসল এটি। মজার ব্যাপার হলো, টমেটো ফল নাকি সবজি—এ নিয়ে দীর্ঘ উত্তপ্ত বিতর্ক হয়েছে। বেশির ভাগ পুষ্টিবিদের মতে, টম্যাটো একটি সবজি। তবে উদ্ভিদবিদেরা টমেটোকে ফল হিসেবেই বর্ণনা করেন।
advertisement
4/8
পুষ্টিবিদদের মতে, টম্যাটো সবজি। কারণ সবজি বলতে বোঝায়, উদ্ভিদের যে কোনও ভোজ্য অংশ, যা কাঁচা বা রান্না করে খাওয়া যায়।
advertisement
5/8
টম্যাটো ফলও। কারণ ফুলের ডিম্বাশয় থেকে তৈরি হয় এবং বীজ থাকে। অতএব, পাকা টম্যাটো একটি ফল। এই বিতর্ক একসময় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল।
advertisement
6/8
যুক্তরাষ্ট্রের ম্যানহাটন অঙ্গরাজ্যের পাইকারি সবজি বিক্রেতা প্রতিষ্ঠা জন নিক্স অ্যান্ড কোম্পানি ক্যারিবীয় টমেটো আমদানিতে কর নিয়ে আপত্তি জানিয়ে মামলা করেছিল। তখন সবজি আমদানিতে ১০ শতাংশ কর দিতে হত। তাদের দাবি, টম্যাটো আদতে কোনও সবজি নয়।
advertisement
7/8
টম্যাটো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সবজি। স্ট্যাটিস্টার ২০১৯ সালের পরিসংখ্যান বলছে, ওই বছর বিশ্বে টম্যাটোর উৎপাদন হয় ১৮ কোটি ৭ লাখ ৭০ হাজার টন। বিশ্বের অনেক দেশের মধ্যে টম্যাটোর তিনটি বৃহত্তম উৎপাদক হলো চিন, ভারত ও যুক্তরাষ্ট্র। বিশ্বের বৃহত্তম টম্যাটো রফতানিকারক দেশ নেদারল্যান্ডস, মেক্সিকো ও স্পেন।
advertisement
8/8
পেঁয়াজ বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় সবজি। ২০১৯ সালে বিশ্বে ৯ কোটি ৯৯ লাখ ৭০ হাজার টন পেঁয়াজ উৎপাদন হয়। বিশ্বের শীর্ষ পেঁয়াজ উৎপাদনকারী দেশ চিন। এর পরই আছে ভারত ও যুক্তরাষ্ট্র।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বলুন তো, পৃথিবীতে কোন সবজি সবচেয়ে বেশি জনপ্রিয়? হলফ করে বলা যায়, বিশ্বাসই হবে না শুনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল