Knowledge Story: 'টাটা, আসলাম'! বিদায় জানানোর জন্য 'টাটা' শব্দের আসল মানে কী? জানলে অবাক হবেন
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Knowledge Story: লোকমুখে এই শব্দ চালু হওয়ায় আমরা এর ব্যবহার করে থাকি
advertisement
1/8

কাউকে বিদায় জানানোর জন্য আমরা বলে থাকি টাটা, গেলাম। কিন্তু এই টাটা শব্দের আক্ষরিক অর্থ কী, অনেকেই কিন্তু তা জানেন না। (প্রতীকী ছবি)
advertisement
2/8
টাটা কেন আমরা বলে থাকি, এর উত্তর বেশ অজানা। লোকমুখে এই শব্দ চালু হওয়ায় আমরা এর ব্যবহার করে থাকি। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
3/8
সম্প্রতি Quora-তে এমন প্রশ্ন করেছেন একজন। তার উত্তরে যে সব তথ্য উঠে এসেছে, তা বেশ অজানা। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/8
টাটা বলে কোনও শব্দই নেই। একজন ব্যবহারকারীর মতে, ta-ta একটি শব্দ নয়। এটি এক ধরনের অপবাদ। আঞ্চলিক ভাষা থেকে এই শব্দ আবির্ভূত হয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/8
এমনকি বলা হয় যে ব্রিটিশ মহিলারা ভারতীয় মহিলাদের এবং তাদের সন্তানদের ডাকতে এই শব্দটি ব্যবহার করেছিলেন। তবে এই মন্তব্য নিশ্চিত নয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/8
কিছু ব্যবহারকারী বলেছেন যে "টাটা" শব্দটি উর্দু ভাষা থেকে এসেছে যার অর্থ "আবার দেখা হবে" বা "বিদায়"। বিশ্বস্ত সূত্রে জানা যায়, ১৮২৩ সালে ইংরেজিতে এই শব্দটি প্রথম ব্যবহৃত হয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
7/8
১৮৮৯ সালে নিউইয়র্ক টাইমস এটি একটি ফেয়ারফেইল শব্দ হিসাবে ব্যবহার করেছিল। পরবর্তীতে ১৯৪০ সালে এই শব্দটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
8/8
তখন TTFN-এর জন্য TaTa শব্দটি ব্যবহৃত হত। এর পূর্ণরূপ হল TaTa for Now, সেই সময়ের রেডিও অনুষ্ঠানে এই শব্দটি ব্যবহৃত হত। পরবর্তীতে আরও মানুষ এটি ব্যবহার করতে শুরু করে।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: 'টাটা, আসলাম'! বিদায় জানানোর জন্য 'টাটা' শব্দের আসল মানে কী? জানলে অবাক হবেন