Knowledge Story || Love At First Sight: 'লাভ অ্যাট ফার্স্ট সাইট' কেন হয়? পিছনে রয়েছে বিরাট বিজ্ঞান! গবেষণায় ফাঁস 'প্রথম দর্শনে প্রেমের' আসল রহস্য
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Knowledge Story || Love At First Sight: প্রথম দর্শনে প্রেম কী আদৌ টেঁকে? উহুঁ, মন নয়, 'বিজ্ঞানই' বলে দেবে ভালোবাসার ভবিষ্যৎ।
advertisement
1/9

প্রথম দর্শনে প্রেম বা লাভ অ্যাট ফার্স্ট সাইট নিয়ে যুগে যুগে কালে কালে রচিত হয়েছে বহু গান, কবিতা গল্প। প্রথম দেখেই প্রেমে পড়ে যাওয়ার অভিজ্ঞতাও নিশ্চই এক আধবার আপনার জীবনে এসে পড়েছে। তবে আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন এমন হয়? বিজ্ঞান কিন্তু বলছে এর নেপথ্যে রয়েছে জটিল বৈজ্ঞানিক ব্যাখ্যা। কারণ মন নয়, আসলে কিছু হরমোন এবং রাসায়নিকের সাহায্যেই ঘটে যায় এমন প্রেম।
advertisement
2/9
‘একদৃষ্টিতেই ভালোবাসা...।’ সবাই শুনেছে এমনটা। যাঁরা প্রতিনিয়ত রোমান্টিক জগতে হারিয়ে যায় তারাও এটা বিশ্বাস করে। আবার এটা সত্যি যে অনেক সময় কাউকে দেখলে মনে হয় না যে আপনি তাঁর সঙ্গে প্রথমবার দেখা করেছেন।
advertisement
3/9
আপনি নিশ্চয়ই এর পিছনের মানসিক বিষয়গুলো নিয়ে অনেক ভেবেছেন, কিন্তু এটা কি আসলে অতীত জীবনের সম্পর্ক নাকি প্রকৃতির লক্ষণ? নাকি হার্ট টু হার্ট কানেক্ট? আপনি এটাকে যাই বুঝুন না কেন, বিজ্ঞান এটা নিজের চোখেই দেখে।
advertisement
4/9
ভালোবাসার সিজন এই ফাল্গুন মাস। গাছে গাছে নতুন পাতা আর একইসঙ্গে মনের কোণে প্রেমের উঁকিঝুঁকি। কানে হেডফোনে ঝুঁকি ঝুঁকি সি নজর তো চোখ ঘোরাফেরা করছে কোনও এক স্কুলের গেটের বাইরে এককুচি লাজুক অবনত মুখের চকিত চাউনিতে।
advertisement
5/9
প্রথম দর্শনে প্রেমের গান-কবিতারও শেষ নেই। কিন্তু কী করে ঘটে যায় এই ম্যাজিক? এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা একটি গবেষণা করেছেন (স্টাডি অন লাভ অ্যাট ফার্স্ট সাইট)। এই গবেষণা থেকে খুব মজার তথ্য ফাঁস হয়েছে (Interesting Science Behind Love), যা তুলে ধরছি আমরা আজকের এই প্রতিবেদনে।
advertisement
6/9
প্রথম দেখায় প্রেম কেন হয়? বিজ্ঞানীরা যা বলছেন, সে অনুযায়ী এমন কিছু ঘটে যে দুজন মানুষের হৃদস্পন্দন একই সুরে বেজে চলেছে, যাকে বলা হয় হৃদস্পন্দনের সিনক্রোনাইজেশন। এটি আরও ভালভাবে বোঝার জন্য, কিছু লোককে ব্লাইন্ড ডেটে পাঠানো হয়েছিল, যাতে ফার্স্ট মিটিং-এ ঘটতে থাকা কার্যকলাপগুলি লক্ষ্য করা যায়।
advertisement
7/9
এখানে সাক্ষাতে আসা কিছু দম্পতিদের হৃদস্পন্দন একসঙ্গে চলছিল। তাদের হাতের তালু হালকা ঘামছিল। উভয়ের শরীর এবং মন একই ভারসাম্যে কাজ করছিল, যা সামনের ব্যক্তির সঙ্গে হুবহু মিলে যাচ্ছিল। যখন এই রসায়ন পাওয়া গেল, দেখা গেল এই দম্পতিরা প্রথম দর্শনেই প্রেম অনুভব করছেন। নেচার হিউম্যান বিহেভিয়ার জার্নালে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
advertisement
8/9
প্রেমের পর হ্যাংওভার বয়ে যেতে থাকে নেদারল্যান্ডসের লিডেন ইউনিভার্সিটির গবেষক এলিস্কা প্রশাজকোভা বলেন, এই রসায়ন নির্ভর করে শুধু একজন ব্যক্তির চেহারার ওপর নয়, তার আচরণের ওপর। গবেষণায় বলা হয়েছে যে এটি শারীরিক লক্ষণ দিয়ে শুরু হয়।
advertisement
9/9
গবেষণায় জড়িত ১৪২ ছেলে-মেয়েকে ডেটে পাঠানো হয়েছিল। তাদের বয়স 18 থেকে 38 এর মধ্যে। তাদের চোখের নড়াচড়া, হৃদস্পন্দন এবং ঘাম পরীক্ষা করার জন্য যন্ত্রপাতি লাগানো ছিল। ১৪২ দম্পতির মধ্যে মাত্র ১৭ জনকে সিঙ্ক্রোনাসভাবে তাদের হৃদয় রেট করতে দেখা গেল , যার অর্থ তাদের প্রথম দর্শনেই প্রেম হয়েছিল।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story || Love At First Sight: 'লাভ অ্যাট ফার্স্ট সাইট' কেন হয়? পিছনে রয়েছে বিরাট বিজ্ঞান! গবেষণায় ফাঁস 'প্রথম দর্শনে প্রেমের' আসল রহস্য