TRENDING:

Knowledge Story: জানেন স্কুলবাস ও জেসিবি-র রং কেন হলুদ হয় ? কারণ জানলে অবাক হবেন

Last Updated:
advertisement
1/5
জানেন স্কুলবাস ও জেসিবি-র রং কেন হলুদ হয় ? কারণ জানলে অবাক হবেন
নিত্যদিন রাস্তাঘাটে নানা জানবাহন দেখা যায়। তাদের হরেক কিসিমের রং। কিন্তু কখনও ভেবে দেখেছেন স্কুলবাস আর জেসিবি কেন হলুদ রং-এর হয়? এত রং থাকতে কেন হলুদ রংকেই বেছে নেওয়া হল?
advertisement
2/5
জেসিবি (জোসেফ সাইরিল ব্যামফোর্ড) ব্যবহার করা হয় মূলত কনস্ট্রাকশন বা রাস্তা সারাইয়ের কাজে। এদের রং হলুদ হয় নিরাপত্তার কারণে। হলুদ রং-এর দৃশ্যমানতা অন্য সব রং-এর তুলনায় বেশি। তাই দূর থেকে মানুষ জেসিবি-র হলুদ রং দেখে বুঝতে পারেন কনস্ট্রাকশন সাইটে কাজ চলছে, সেই এলাকা এড়িয়ে চলতে হবে।
advertisement
3/5
স্কুলবাসের রং হলুদ হওয়ার পিছনেও এই একই বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। হলুদ রঙের দৃশ্যমানতা অন্য রঙের তুলনায় বেশি। মূলত দুর্ঘটনা এড়াতেই স্কুলবাসগুলিকে হলুদ রং-এর করা হয়।
advertisement
4/5
কিন্তু হলুদ রং-এর থেকে লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য বেশি। লাল রং-এর তরঙ্গদৈর্ঘ্য ৬৫০ ন্যানোমিটার, হলুদের তরঙ্গদৈর্ঘ্য ৫৮০ ন্যানোমিটার। ফলে সবচেয়ে দূর থেকে লাল রং দেখা যায়। কিন্তু তার পরেও স্কুলবাসে কেন লাল রং ব্যবহার না করে হলুদ রং ব্যবহার করা হয়? এর নেপথ্যেও রয়েছে বৈজ্ঞানিক কারণ
advertisement
5/5
এর কারণ হল ‘ল্যাটারাল পেরিফেরাল ভিশন’ বা ‘এলপিভি’। হলুদের ক্ষেত্রে এই ‘এলপিভি’ লালের তুলনায় ১.২৪ গুণ বেশি। ফলে লালের তুলনায় হলুদের দৃশ্যমানতা এবং আকর্ষণ ক্ষমতা অনেক বেশি। ফলে দূর থেকে, বৃষ্টি এবং কুয়াশার মধ্যেও হলুদ রং চোখে পড়ে। এমনকি দৃষ্টির সোজাসুজি না থাকলেও, হলুদ রং চোখে পড়বে। তাই স্কুলবাস হলুদ রং-এর হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: জানেন স্কুলবাস ও জেসিবি-র রং কেন হলুদ হয় ? কারণ জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল