Knowledge: বলুন তো, পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? যার মধ্যে ঢুকে যাবে পাঁচটা ভারত! সহজ প্রশ্ন, অথচ ৯৯%-ই জানেন না উত্তর!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Knowledge: ছোট দেশগুলোর তুলনায় বড় দেশগুলোতে ভৌগলিক, জলবায়ুগত ও জীবজগতের অধিক বৈচিত্ৰতা লক্ষ্য করা যায়।
advertisement
1/7

এই পৃথিবীতে মোট ১৯৫ টিরও অধিক দেশ রয়েছে। এসব দেশগুলোর মধ্যে কোনটি আকারে অনেক বড় আবার কোনটি একদম ছোট। ইতিহাসে বহু বড় বড় দেশ ভেঙে একাদিক ছোট দেশে পরিণত হয়েছে আবার একাধিক ক্ষুদ্র রাষ্ট্র মিলে একটি বৃহৎ দেশ গঠন করেছে।
advertisement
2/7
তবে ছোট দেশগুলোর তুলনায় বড় দেশগুলোতে ভৌগলিক, জলবায়ুগত ও জীবজগতের অধিক বৈচিত্ৰতা লক্ষ্য করা যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি।
advertisement
3/7
আয়তনে রাশিয়া বিশ্বের সর্ব বৃহৎ দেশ, যার পূর্ব নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। এই দেশের রাজধানীর নাম মস্কো। উত্তর এশিয়া ও পূর্ব ইউরোপের বিশাল অংশজুড়ে রাশিয়ার অবস্থান।
advertisement
4/7
আয়তনে ইউরোপ মহাদেশের চেয়ে বৃহত্তম দেশ রাশিয়া। এর আয়তন প্রায় ১৭.০৯৮ মিলিয়ন বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের ১১% জায়গা দখল করে আছে।
advertisement
5/7
চিনের মত রাশিয়ার সীমান্তও ১৪ টি দেশের সঙ্গে সংযুক্ত। দেশটির জনসংখ্যা প্রায় ১৪ কোটি। দেশটি খনিজ সম্পদে পরিপূর্ণ তবে তার বেশির ভাগই এখনও উত্তোলন যোগ্য নয়। প্রায় সারাবছরই শৈত্যপূর্ণ অবস্থা থাকার কারণে দেশটি বিশ্বের শীতলতম দেশ হিসেবেও পরিচিত।
advertisement
6/7
অপরদিকে, কানাডা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং শীতলতম দেশ। এই দেশের রাজধানীর নাম অটোয়া। এটি উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত। এর আয়তন প্রায় ৯.৯৮৪ মিলিয়ন বর্গকিলোমিটার যা উত্তর আমেরিকা মহাদেশের প্রায় ৪১% এবং পৃথিবীর মোট আয়তনের ৬.৭%।
advertisement
7/7
এদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা খুবই, কম প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ৪ জন বাস করে এবং মোট জনসংখ্যা প্রায় ৩৫ মিলিয়ন। এছাড়াও এই দেশে ২০২,০৮০ কিলোমিটার সমুদ্র উপকূল রয়েছে যা পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় দীর্ঘতর সমুদ্রপথ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge: বলুন তো, পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? যার মধ্যে ঢুকে যাবে পাঁচটা ভারত! সহজ প্রশ্ন, অথচ ৯৯%-ই জানেন না উত্তর!