TRENDING:

Knowledge Story: ট্রেনে ঘুমানোর নতুন নিয়ম রেলের, না মানলে হতে পারে শাস্তি! জেনে নিন বিস্তারিত

Last Updated:
\Indian Railways new rules for sleeping in sleepers and air conditioner coaches: রেলের পরিষেবার পাশাপাশি তা সঠিক পদ্ধতিতে ভোগ করতে হলে আপনাকেও মেনে চলতে হবে একাধিক নিয়ম। যেই নিয়মগুলি অনেকের কাছেই অজানা। তার মধ্যে অন্যতম একটি নিয়ম হল ট্রেনে ঘুমানোর নিয়ম।
advertisement
1/8
ট্রেনে ঘুমানোর নতুন নিয়ম রেলের, না মানলে হতে পারে শাস্তি! জেনে নিন বিস্তারিত
ভারতীয় রেল দেশের সবথেকে বড় গণ পরিবহণ মাধ্যম। নিত্য দিন কোটি কোটি মানুষ নির্ভরশীল ভারতীয় রেলের উপর। দেশের কোণায় কোণায় ছড়িয়ে গিয়েছে রেল পরিষেবা। যা আরও বিস্তারের কাজ চলছে।
advertisement
2/8
রেলের পরিষেবার পাশাপাশি তা সঠিক পদ্ধতিতে ভোগ করতে হলে আপনাকেও মেনে চলতে হবে একাধিক নিয়ম। যেই নিয়মগুলি অনেকের কাছেই অজানা। তার মধ্যে অন্যতম একটি নিয়ম হল ট্রেনে ঘুমানোর নিয়ম।
advertisement
3/8
সম্প্রতি ট্রেনে ঘুমানোর ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম এনেছে ভারতীয় রেল। যা সকলের অবশ্যই জেনে রাখা দরকার। না মানলে হতে পারে জরিমানাও। মূলত দূরপাল্লার ট্রেনে স্লিপার ও এ এসি কোচে ঘুমানোর ক্ষেত্রেই এই নিয়ম আনা হয়েছে।
advertisement
4/8
দূরপাল্লার ট্রেনে এসি বা স্লিপার কোচে ঘুমানোর জন্য নির্দিষ্ট সময়সীমা বাধা রয়েছে। অর্থাৎ দূরপাল্লার ট্রেনের যাত্রীদের ঘুমানোর জন্য ৮ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়ছে। নিয়ম অনুযায়ী রাত্রি ১০ থেকে সকাল ৬টা পর্যন্ত ঘুমানোর সময়।
advertisement
5/8
সকাল ছটা বেজে গেলেই নিয়ম অনুযায়ী আপনি আর ঘুমাতে পারবেন না। কারণ সেই সময় ট্রেনের লোয়ার সিটে যাত্রীদের বসার সময় হিসেবে বরাদ্দ করা হয়েছে। ফলে মিডল বার্থ সেই সময় আর খোলা যাবে না।
advertisement
6/8
রাতে ঘুমানোর সময় যাত্রীদের স্বাচ্ছন্দ্য দিতে আলোর ক্ষেত্রেও জারি করে রয়েছে নিয়ম। রেলের নিয়ম অনুযায়ী রাত ১০টা বেজে গেলে আর ট্রেনের সাধারণ আলো জ্বালিয়ে রাখা যাবে না। রাত ১০টা থেকে শুধু রাতের আলো জ্বালানো যাবে।
advertisement
7/8
রাতে ঘুমানোনোর সময় কেউ জোরে কথা বলতে পারবে না। জোরে স্পিকারে গান শুনতে পারবে না। গান শুনতে হলে হেডফোনে শুনতে হবে। এমনকী ১০টা বেজে গেলে তারপর আর ট্রেন সার্ভিসে খাবার অর্ডারও দেওয়া যাবে না।
advertisement
8/8
এই একাধিক নিয়ম দূরপাল্লার ট্রেনে যাত্রীদের মেনে চলার কথা। তবে অনেকেই নিয়ম মেনে চলে না। সেক্ষেত্রে জরিমানার অঙ্ক না বলা থাকলেও কোনও যাত্রী যদি কারও বিরুদ্ধে সঠিকভাবে অভিযোগ করে তাহলে তার আইনি অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য রেল কর্তৃপক্ষ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: ট্রেনে ঘুমানোর নতুন নিয়ম রেলের, না মানলে হতে পারে শাস্তি! জেনে নিন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল