India’s Shortest Train Route-Knowledge Story : দেশের ক্ষুদ্রতম রেলপথ কোনটি জানেন? ভাড়া শুনলে চমকে যাবেন!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
India’s Shortest Train Route-Knowledge Story : তিন কিলোমিটারের পথ, যাওয়া যায় মাত্র নয় মিনিটে! কিন্তু ভাড়া জানলে চমকে যাবেন!
advertisement
1/6

ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেট-ওয়ার্ক! ভারতীয় রেল বিরাট জায়গা জুড়ে বিস্তৃত! বহু মানুষ প্রতিদিন রেল পথকে ভরসা করেই নিজেদের জীবন-জীবিকা চালান! রেল না থাকলে যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়ত। photo source collected
advertisement
2/6
তবে এই বিশাল রেল পথের নানা গল্প মাঝে মধ্যেই আমাদের অবাক করে। তেমনই ভারতের সব থেকে ছোট রেলপথ আছে যার দুই স্টেশনের মধ্যে দৈর্ঘ্য মাত্র তিন কিলোমিটার! photo source collected
advertisement
3/6
ভারতীয় রেলের ক্ষুদ্রতম রেলপথ অবস্থিত মহারাষ্ট্রে। ছোট দৈর্ঘ্যের রেলপথ রয়েছে নাগপুর ও অজনি স্টেশনের মধ্যে। ট্রেন ছাড়ার ৯ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় গন্তব্যে।photo source collected
advertisement
4/6
নাগপুর থেকে অজনির মধ্যে চারটি এক্সপ্রেস চলাচল করে। হারাষ্ট্র এক্সপ্রেস, শালিমার-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস, ভিদার্ভা এফএফ এক্সপ্রেস, সেবাগ্রাম এফএফ এক্সপ্রেস! তবে এই ট্রেনের ভাড়া জানলে চোখ কপালে উঠবে! photo source collected
advertisement
5/6
নাগপুর থেকে অজনির জেনারেলের ভাড়া মাত্র ৬০ টাকা। দুটো স্টেশনের মধ্যে স্লিপার ক্লাসের ভাড়া ১৭৫ টাকা। মাত্র ৯ মিনিটের ট্রেন যাত্রার ভাড়া! তবে এখানেই শেষ নয়! আরও আছে!
advertisement
6/6
এসি থ্রি টায়ারের ভাড়া ৫৫৫ টাকা। এসি টু টায়ারের ভাড়া ৭৬০ টাকা। এসি ফার্স্ট ক্লাসের ভাড়া ১২৫৫ টাকা। ৯ মিনিটের পথের ভাড়া ১২৫৫ টাকা! ভাবা যায়! তবে এটি সত্যিই বিস্ময়কর একটি রেল পথ! photo source collected
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
India’s Shortest Train Route-Knowledge Story : দেশের ক্ষুদ্রতম রেলপথ কোনটি জানেন? ভাড়া শুনলে চমকে যাবেন!