Knowledge Story: মাত্র ৪০ মিনিট রাত নামে পৃথিবীর এই শহরে! বলুন তো কোন শহর? শুনলেই আশ্চর্য হয়ে যাবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Knowledge Story: পৃথিবীর একেবারে উত্তর প্রান্তে রয়েছে নরওয়ে। এখানে দিনরাতের এমন বৈষম্যের পিছনে ভূগোলের অনেক জটিল কারণ রয়েছে।
advertisement
1/6

সকলে জানে, সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিমে অস্ত যায় ৷ কিন্তু বিশ্বের সব জায়গায় কি এমনই ঘটে? না, শুনতে অবাক লাগলেও বিশ্বের সর্বত্র এমনটা ঘটে না। এই সব জায়গাগুলিতে দিনে ২০-২৪ ঘণ্টা দিনের আলো থাকে ৷ এগুলির মধ্যে এমন জায়গাও আছে, বিশেষ করে গ্রীষ্মকালে যেখানে রাত প্রায় হয় না বললেই চলে৷
advertisement
2/6
যেমন, হ্যামারফেস্ট ও ভলবার্ড, নরওয়ে--সুমেরু বৃত্ত বা আর্কটিক সার্কেলে এই অঞ্চলেও সারাদিন সূর্যোলোক লক্ষ্য করা যায় ৷ নরওয়ের উত্তরে রয়েছে হ্যামারফেস্ট শহর ৷ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেই স্থান পেয়েছে এটি ৷
advertisement
3/6
পৃথিবীর একেবারে উত্তর প্রান্তে রয়েছে নরওয়ে। এখানে দিনরাতের এমন বৈষম্যের পিছনে ভূগোলের অনেক জটিল কারণ রয়েছে। তবে তা নরওয়ের অপার্থিব সৌন্দর্যকে ম্লান করতে পারে না।
advertisement
4/6
নরওয়ে বিশ্বের ধনীতম দেশগুলির মধ্যে অন্যতম। এখানকার মানুষ শরীর স্বাস্থ্য নিয়েও বেশ সচেতন। তবে সেসব অনেক পরের কথা, পৃথিবীর বুকে নরওয়ে তার প্রাকৃতিক বৈচিত্র্যের জন্যেই আকর্ষণীয়।
advertisement
5/6
উত্তর মেরুতে অবস্থিত নরওয়েতে মে-জুলাই মাস নাগাদ ৪০ মিনিট কেন, এক মিনিটের জন্যেও রাত হয় না। ঘড়ির কাঁটা তার নিয়মেই ঘোরে, জানান দেয় সময়ের। তবে সূর্য এখানে ডোবে না। প্রায় একটানা ৭৬ দিনের জন্য নরওয়ের আকাশে জ্বলজ্বল করে সূর্য।
advertisement
6/6
নরওয়ের হ্যামারফেস্ট টাউনে ২১ জুন এবং তার পরের কিছুদিন ৪০ মিনিটের রাত হয়। পৃথিবী নিজের অক্ষরেখার উপর সাড়ে ৬৬ ডিগ্রি কোণ করে ঘোরে। ওই অবস্থায় ঘুরতে ঘুরতে সূর্যের আলো উত্তরমেরুতে যেভাবে পড়ে তাতেই নরওয়েতে ওই অবস্থার সৃষ্টি হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: মাত্র ৪০ মিনিট রাত নামে পৃথিবীর এই শহরে! বলুন তো কোন শহর? শুনলেই আশ্চর্য হয়ে যাবেন