TRENDING:

Knowledge Story: আলো নিভলেই 'মৃত্যু' শ্যামাপোকার! ঘরে ঢুকে বিরক্ত করে, কী খায় এই পোকা জানেন? চমকে যাবেন

Last Updated:
Knowledge Story: দিনের বেলায় বের হয় না। হেমন্তকালের রাতে হাল্কা শীতে এদের ঝাঁকে ঝাঁকে দেখা যায়। পূর্ণাঙ্গতা লাভ করেই এরা পরবর্তী প্রজন্মের জন্য ডিম পেড়ে রেখে মারা যায়।
advertisement
1/9
আলো নিভলেই 'মৃত্যু' শ্যামাপোকার! ঘরে ঢুকে বিরক্ত করে, কী খায় এই পোকা জানেন?
প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বরে হানা দেয় ওরা। আকাশে উড়ে বেড়ায়। আলো দেখলেই ছুটে যায়। কালীপুজোর সময়, হেমন্তকালে ওদের আবির্ভাব। তাই বঙ্গবাসী ওদের চেনে শ্যামাপোকা নামে।
advertisement
2/9
বর্তমানে এই পোকার পরিমাণ অনেকটাই কমে এসেছে। ধীরে ধীরে নাকি বিলুপ্তির পথে এই শ্যামাপোকা। শীতের আগে হেমন্তে রাত বাড়লেই লাইটের চারপাশে দেখা যায় এদের। আর বছরের অন্য সময়?
advertisement
3/9
দিনের বেলায় বের হয় না। হেমন্তকালের রাতে হাল্কা শীতে এদের ঝাঁকে ঝাঁকে দেখা যায়। পূর্ণাঙ্গতা লাভ করেই এরা পরবর্তী প্রজন্মের জন্য ডিম পেড়ে রেখে মারা যায়। কারণ এটাই বংশবিস্তারের সেরা সময় এদের।
advertisement
4/9
বছরের অন্য সময় এরা গাছের গোড়ায়, ধান গাছের পাতায় বা অন্য যে কোনও গাছে পাতায় পিউপা অবস্থায় থাকে এরা। হেমন্তের আবহাওয়ার বংশবিস্তার করে বেরিয়ে পড়ে।
advertisement
5/9
ইংরেজিতে এই পোকাকে বলে গ্রিন লিফহপার। বিজ্ঞানের ভাষায় বলে নেফোটেট্টিক্স ভিরেসেনস। ধান উৎপাদনকারী রাজ্যেই এক মাত্র দেখা যায় এই শ্যামাপোকা। কারণ এদের প্রধান খাবার হল ধানগাছের রস।
advertisement
6/9
আলোর উৎসের প্রতিই এদের ঝোঁক। আলো নিভে গেলে অনেক সময় শ্যামাপোকাকে খসে পড়তে দেখা যায়। বিজ্ঞানীরা জানাচ্ছেন, শ্যামাপোকা রোগ বয়ে আনে। মানুষের নয়, তবে ধানের। এর ফলে ধানগাছের বৃদ্ধি ব্যহত হয়। গাছের পাতার রং ফিকে হয়ে যায়। ধানগাছের রস শুষে খায় বলে গ্রাম বাংলায় একে শোষকও বলে।
advertisement
7/9
আর ঠিক সে কারণে এই পোকা মারতে কৃষকরা কীটনাশক ব্যবহার করেন। তার জেরে কমছে শ্যামাপোকার সংখ্যা। কী ভাবে নিস্তার পাবেন শ্যামাপোকার হাত থেকে? ইউক্যালিপটাস গাছের তীব্র ঝাঁঝালো গন্ধের কারণেই এর গায়ে পোকামাকড়েরা বসে না। এক কাপ ভিনিগারের সঙ্গে এক চামচ ইউক্যালিপটাস তেল ও আধ চামচ লেমন এসেনশিয়াল মিশিয়ে একটা স্প্রে তৈরি করে ঘরের প্রতি কোনায় ছড়িয়ে দিন। বিশেষ করে আলোর চারপাশে। উপদ্রব অনেক কমবে।
advertisement
8/9
পোকামাকড় তাড়াতে ল্যাভেন্ডার তেলও খুব কার্যকরী। এক কাপ জলে ২ চামচ ল্যাভেন্ডার তেল মিশিয়ে নিন। আলোর চারপাশে স্প্রে করে রাখুন। শ্যামাপোকা সরবে সহজে।
advertisement
9/9
কোনও কীটপতঙ্গই টি ট্রি তেলের গন্ধ সহ্য করতে পারে না। এক কাপ জলের সঙ্গে দু’ চামচ টি ট্রি তেল মিশিয়ে স্প্রে করে দিন আলোর চারপাশে ও ঘরের নানা কোণে। এই মিশ্রণ যেমন শ্যামাপোকা দূর করে, তেমনই ছারপোকা মারতেও ওস্তাদ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: আলো নিভলেই 'মৃত্যু' শ্যামাপোকার! ঘরে ঢুকে বিরক্ত করে, কী খায় এই পোকা জানেন? চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল