Top 10 Countries With Most Public Holidays: কোন দেশে সরকারি ছুটি সবথেকে বেশি, ভারতের স্থান কত নম্বরে, রইল প্রথম ১০-এর তালিকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Top 10 Countries with Most Public Holidays: বিশ্ব জুড়ে প্রতিটি দেশে কিছু সরকারি ছুটির দিন থাকে। বেশির ভাগ দেশের সরকারি ছুটির ক্ষেত্রে ধর্মীয় উৎসব, স্বাধীনতা দিবস, নিউ ইয়ারকে গুরুত্ব দেওয়া হয়। সরকারি ছুটির নিরিখে এগিয়ে কোন দেশ? ভারতে রয়েছে কত নম্বরে। চলুন দেখা যাক।
advertisement
1/8

বিশ্ব জুড়ে প্রতিটি দেশে কিছু সরকারি ছুটির দিন থাকে। বেশির ভাগ দেশের সরকারি ছুটির ক্ষেত্রে ধর্মীয় উৎসব, স্বাধীনতা দিবস, নিউ ইয়ারকে গুরুত্ব দেওয়া হয়। সরকারি ছুটির নিরিখে এগিয়ে কোন দেশ? ভারতে রয়েছে কত নম্বরে। চলুন দেখা যাক।
advertisement
2/8
বছর সবথেকে বেশি সরকারি ছুটির বিচার করলে সেই তালিকায় রয়েছে নেপাল ও মায়ানমারের নাম। ৩৫টি ছুটি নিয়ে শীর্ষে রয়েছে নেপাল ও ৩২টি ছুটি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মায়ানমার।
advertisement
3/8
সরকারি ছুটির নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন ইরান। মধ্য প্রাচ্যের এই দেশে বছে সরকারি ছুটির সংখ্যা ২৬ দিন। এরপর রয়েছে শ্রীলঙ্কার নাম। ২৫ দিন ছুটি রয়েছে সেখানে। তবে বর্তমানে আর্থিক পরিস্থিতির কারমে ছুটি কিছু কমানো হয়েছে দ্বীপ রাষ্ট্রে।
advertisement
4/8
সরকারি তরফে বেশি ছুটি দেওয়ার দেশগুলির তালিকায় নাম রয়েছে মিশর ও লেবাননেরও। পিরামিডের দেশে জাতীয় ছুটি থাকে ২২ দিন। এক্ষেত্রেও বেশিরভাগ ক্ষেত্রেই ধর্মীয় উৎসবকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
advertisement
5/8
এরপর রয়েছে আমাদের দেশ ভারত। তথ্য অনুযায়ী ভারতে মোট সরকারি ছুটির দিন হল ২১টি। স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, মহাত্মা গান্ধীর জন্মদিন সহ একাধিক ধর্মীয় ছুটি রয়েছে এই ২১ দিনের মধ্যে।
advertisement
6/8
বছরে ১৯ দিন সরকারি ছুটি থাকে লেবাননে। এশিয়ার অন্যতম উন্নত দেশ জাপানে সরকারি ছুটির পরিমাণ ১৬ দিন। এছাড়া এশিয়াক অন্যন্য দেশগুলির মধ্যে কমবেশি সরকারি ছুটির সংখ্যা এমনই হয়ে থাকে।
advertisement
7/8
ইউরোপের দেশগুলিতে সরকারি ছুটির সংখ্যা অপেক্ষাকৃত কম। ইংল্যান্ডে মোট সরকারি ছুটির দিন থাকে ৯-১০-এর মধ্যে। তবে বেশ কিছু অন্যান্য ছুটি রয়েছে। অস্ট্রিয়াতে মোট সরকারি ছুটি ১৪ দিন।
advertisement
8/8
আমেরিকা ও লাতিন আমেরিকার কথা বলে সেখানে সরকারি ছুটি ইউরোপের থেকে একটু বেশি। ১৪ দিন সরকারি ছুটি থাকে আমেরিকায়। আরও ৭টি ছুটি পেয়ে থাকে তারা। অপরদিকে লাতিন আমেরেকিরা কলম্বিয়ায় সরকারি ছুটি ১৮টি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Top 10 Countries With Most Public Holidays: কোন দেশে সরকারি ছুটি সবথেকে বেশি, ভারতের স্থান কত নম্বরে, রইল প্রথম ১০-এর তালিকা