Knowledge Story: শুধু মাত্র ভারতের নয়, আরও একটি দেশের সরকারি ভাষা হিন্দি, বলুন তো কোন দেশ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Except India Which country s official language is Hindi: ভারতের সরকারি ভাষা হিন্দি আমাদের সকলের জানা। বিশ্বে আরও একধিক দেশে হিন্দির প্রচলন আছ তাও জানা। কিন্তু এ বিশ্বে আরও একটি দেশের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়ছে হিন্দিকে। বলুন তো কোন দেশ?
advertisement
1/6

আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষা তা সরকারি হোক আর বেসরকারি জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
advertisement
2/6
এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়। এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা।
advertisement
3/6
ভারতের সরকারি ভাষা হিন্দি আমাদের সকলের জানা। বিশ্বে আরও একধিক দেশে হিন্দির প্রচলন আছ তাও জানা। কিন্তু এ বিশ্বে আরও একটি দেশের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়ছে হিন্দিকে। বলুন তো কোন দেশ?
advertisement
4/6
ভারতের বাইরে সর্বাধিক হিন্দির প্রচলন রয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ফিজিতে। বর্তমানে এই দেশের জনসংখ্যার ৩৮ শতাংশের মাতৃভাষা হিন্দি। কয়েক বছর আগে হিন্দিকে সরকারি ভাষার মর্যাদা দেয় ফিজি প্রশাসন।
advertisement
5/6
ভারতের বাইরে একমাত্র ফিজিতেই সরকারি ভাষার মর্যাদা পেয়েছে হিন্দি। বর্তমানে এই দেশে তিনটি সরকারি ভাষা রয়েছে। ইংরেজি, ফিজ়িয়ান এবং ফিজ়ি হিন্দি। বর্তমানে ফিজিকে ‘ছোট্ট ভারত’ বা ‘লিটিল ইন্ডিয়া’ বলা হয়।
advertisement
6/6
১৮৭৯ থেকে ১৯১৬ সালের মধ্যে দক্ষিণ এশিয়া থেকে এক দল মানুষ আখের বাগানে কাজ করতে ফিজ়িতে চলে গিয়েছিলেন। তাঁরাই দেশটির জনসংখ্যা বৃদ্ধি করেছেন। অনেকে আর ভারতে ফেরেননি। সেই তখন থেকেই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটি ‘ভারতময়’।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: শুধু মাত্র ভারতের নয়, আরও একটি দেশের সরকারি ভাষা হিন্দি, বলুন তো কোন দেশ