TRENDING:

Knowledge Story: শুধু ভারতের নয়, পদ্ম আর কোন দেশের জাতীয় ফুল? বলুন তো দেখি

Last Updated:
Except India Which country's National Flower Lotus: ভারতের জাতীয় ফুল পদ্ম আমাদের সকলের জানা। যে কোনও শিশুও উত্তর দিয়ে দেবে পদ্মফুল। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় ভারত ছাড়াও আর কোন দেশের জাতীয় ফুল পদ্ম?
advertisement
1/8
Knowledge Story: শুধু ভারতের নয়, পদ্ম আর কোন দেশের জাতীয় ফুল? বলুন তো দেখি
আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষা তা সরকারি হোক আর বেসরকারি জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
advertisement
2/8
এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়। এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা।
advertisement
3/8
ভারতের জাতীয় ফুল পদ্ম আমাদের সকলের জানা। যে কোনও শিশুও উত্তর দিয়ে দেবে পদ্মফুল। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় ভারত ছাড়াও আর কোন দেশের জাতীয় ফুল পদ্ম?
advertisement
4/8
সেই দেশে দৈনন্দিন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত পদ্ম ফুল। পদ্মফুল সে দেশের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। পদ্ম ফুলের প্রতিটি অংশ সেই দেশে কোনও না কোনওভাবে ব্যবহার করা হয়।
advertisement
5/8
দেশের অনেক জায়গায় পদ্মকে সামনে রেখে নানা ধরনের স্থাপত্য তৈরি করা হয়। পদ্ম ফুলকে সেই দেশে সম্পূর্ণ অন্যরূপে সমাদৃত করা হয়। খাবার থেকে ওষুধ তৈরি সব কিছুতেই ব্যবহার হয়।
advertisement
6/8
কচি পদ্ম ডাঁটি স্যালাডে ব্যবহার হয়। পদ্মফুল কেটে কেটে দেওয়া হয় বিশেষ এক ধরনের নুডলসের সঙ্গে। আবার পদ্মের বীজ এমনি এমনিই লোকে মুখে পুরে দেন। দ্মপাতা ভিয়েতনামে খাবার পরিবেশনে ব্যবহার করা হয়।
advertisement
7/8
এতক্ষণে আপনারা নিশ্চই বুঝে গিয়েছেন। ভারত ছাড়া আর যেই দেশটির জাতীয় ফুল পদ্ম সেই দেশেপ নাম হল ভিয়েতনাম। কবিতা থেকে গান ভিয়েতনামের সবকিছুতেই পদ্মের প্রভাব লক্ষ্য করা যায়।
advertisement
8/8
ভিয়েতনামে যেহেতু অনেক জলাজমি ও জঙ্গল রয়েছে। ফলে সেদেশে পদ্ম প্রচুর পরিমাণে হয়ে থাকে। অনেক সহজলভ্য বলে পদ্ম ফুলের ব্যবহারও অনেক বেশি ভিয়েতনামে। এই সকল কারণেই পদ্মকে জাতীয় ফুলের মর্যাদা দিয়েছে ভিয়েতনাম।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: শুধু ভারতের নয়, পদ্ম আর কোন দেশের জাতীয় ফুল? বলুন তো দেখি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল