Knowledge Story: বলুন তো দেখি, কোন রাস্তায় একসঙ্গে ২টি মহাসাগর দেখা যায়? উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Knowledge Story Dou You Know Which Road In The World Can See Two Oceans Together: বলুন তো দেখি, বলুন তো বিশ্বে এমন কোন রাস্তা রয়েছে রয়েছে যেখান দিয়ে গেলে দুটি মহাসাগর একসঙ্গে দেখা যায়?
advertisement
1/8

আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণ জ্ঞান নিয়ে একাধিক প্রশ্ন আসে পরীক্ষায়।
advertisement
2/8
প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনার পাঠ্য বিষয়ের পাশাপাশি সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অবশ্যই জেনে রাখা উচিত।
advertisement
3/8
সাধারণ জ্ঞান এমন একটি বিষয় যার জামার কোনও শেষ নেই। এছাড়া জিকের এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলি খুবই আশ্চর্যের ও বুদ্ধিমত্তারও প্রয়োজন হয়।
advertisement
4/8
তেমনই একটি প্রশ্ন তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। বলুন তো দেখি, বলুন তো বিশ্বে এমন কোন রাস্তা রয়েছে রয়েছে যেখান দিয়ে গেলে দুটি মহাসাগর একসঙ্গে দেখা যায়?
advertisement
5/8
এবার আসা যাক উত্তরে। এই রাস্তাটির নাম রুট ৫০, যাকে বলা হয় "আমেরিকার সবচেয়ে নির্জন রাস্তা," যার দৈর্ঘ্য ৩,০০০ মাইল ! এই ৩,০০০ মাইলের যাত্রা আপনাকে নিয়ে যাবে এক অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারে।
advertisement
6/8
এই নির্জনতাই আজ অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে ! এই রাস্তাটি আমেরিকার প্রথম ট্রান্সকন্টিনেন্টাল হাইওয়ে, লিংকন হাইওয়ের অংশ, যা ১৯১৩ সালে তৈরি হয়েছিল।
advertisement
7/8
এই রাস্তা দিয়ে ভ্রমণকালে আপনি পাবেন শহরের ব্যস্ততা, মরুভূমির নিস্তব্ধতা, পর্বতের সৌন্দর্য এবং ঘোস্ট টাউনের রহস্য। কলোরাডোর আইজেনহাওয়ার টানেল। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১১,০০০ ফুট উপরে, যা এই রুটের সর্বোচ্চ বিন্দু।
advertisement
8/8
সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আপনি যদি পুরো রুটটি শেষ করেন, তাহলে একই ট্রিপে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর দুটোই দেখতে পাবেন। এই যাত্রাপথেই আপনি সাক্ষী থাকতে পারবেন দুই মহাসাগরের।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বলুন তো দেখি, কোন রাস্তায় একসঙ্গে ২টি মহাসাগর দেখা যায়? উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস