TRENDING:

Knowledge Story: রাস্তার ধারে গাছের গায়ে সাদা রং করা হয় কেন জানেন? আসল কারণ জানলে চমকে যাবেন!

Last Updated:
Knowledge Story: আসলে খোঁজ নিলে জানবেন, রাস্তার ধারে যে সকল গাছ রয়েছে সেই সকল গাছে সাদা রং করার পিছনে রয়েছে বড় কারণ।
advertisement
1/8
রাস্তার ধারে গাছের গায়ে সাদা রং করা হয় কেন জানেন? আসল কারণ জানলে চমকে যাবেন!
এমন অনেক প্রশ্নেরই উত্তর জানি না আমরা। আবার কয়েকটি জিনিস নিয়ে আমাদের মনে কখনও প্রশ্নই জাগে না। কখনও ভেবেছেন রাস্তার ধারের গাছের গায়ে সাদা রং করা থাকে কেন?
advertisement
2/8
আসলে খোঁজ নিলে জানবেন, রাস্তার ধারে যে সকল গাছ রয়েছে সেই সকল গাছে সাদা রং করার পিছনে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ। যদিও কী সেই বৈজ্ঞানিক কারণ তা ৯৯ শতাংশ মানুষই জানেন না।
advertisement
3/8
জেনে রাখা দরকার, মূলত গাছগুলির সুরক্ষার কারণেই সাদা রং করা হয়ে থাকে। রাস্তার ধারে যে সকল গাছ রয়েছে সেই সকল গাছ সাধারণ করার জন্য চুনের ব্যবহার করা হয়ে থাকে।
advertisement
4/8
বিশেষজ্ঞদের মত অনুযায়ী, গাছের গায়ে চুন দিয়ে রং করা হলে বা চুন দিলে গাছের বাকল ফাটে না। গাছ আরও মজবুত হয়।
advertisement
5/8
চুন দিয়ে রং করা থাকলে সেই চুন প্রতিটি গাছের নিচের অংশ পর্যন্ত পৌঁছে যায়। যে কারণে গাছের গোড়ায় পোকামাকড় সেই ভাবে আক্রমণ করতে পারে না এবং সবচেয়ে বড় বিষয় হল উইপোকা বাসা বাঁধতে পারে না। এসবের কারণে গাছের আয়ু বৃদ্ধি পায়। পাশাপাশি চুন গাছের বাইরের স্তরকে সুরক্ষা প্রদান করে।
advertisement
6/8
অন্যদিকে, কর্নেল ইউনিভার্সিটি গবেষকরা জানিয়েছেন, সাদা রং করা হলে সূর্যের সরাসরি রশ্মিতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। সাদা রংয়ের কারণে গাছের গুঁড়ির ক্ষতি কম হয়।
advertisement
7/8
রাস্তার ধারে থাকা গাছগুলিতে সাদা রং করার পিছনে যানবাহন এবং পথ চলতি মানুষদের সুরক্ষাও জড়িয়ে রয়েছে। কারণ অনেক রাস্তা রয়েছে যেখানে স্ট্রিট লাইট থাকে না। স্ট্রিট লাইট না থাকলেও গাছের গায়ে থাকা সাদা রং অনেকটাই পথ চলতি মানুষ এবং যানবাহনদের যাতায়াতে সুবিধা হয়ে দাঁড়ায়।
advertisement
8/8
এছাড়াও গাছের গায়ে সাদা রং করার পিছনে আরও একটি কারণ রয়েছে। সেই কারণটি হল, রাস্তার ধারে থাকা গাছগুলিতে সাদা রং থাকার অর্থ হলো এই সকল গাছ বন দফতরের তত্ত্বাবধানে রয়েছে এমনটা চিহ্নিত করা হয়। এই সকল গাছ কোনও সাধারণ ব্যক্তি কেটে ফেলতে পারবেন না অথবা নষ্ট করতে পারবেন না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: রাস্তার ধারে গাছের গায়ে সাদা রং করা হয় কেন জানেন? আসল কারণ জানলে চমকে যাবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল