TRENDING:

Knowledge Story: বলুন তো ভারতীয় বিয়েতে কনের পোশাক 'লাল' কেন হয়...? কেন ছাদনাতলায় নিষেধ কালো রং? চমকে দেওয়া কারণ

Last Updated:
Knowledge Story: বিয়েতে রঙের গুরুত্ব অনেক। এই অনুষ্ঠানে বাঙালি হোক বা অবাঙালি বেশিরভাগ সময়ই বিয়ের কনেকে লাল রঙের পোশাক পরানো হয়। কিন্তু জানেন এর কারণ কী? পিছনে রয়েছে বড় ব্যাখ্যা।
advertisement
1/11
বলুন তো ভারতীয় বিয়েতে কনের পোশাক 'লাল' কেন হয়...? কেন ছাদনাতলায় নিষেধ কালো রং?
ভারতে, বিবাহ একটি অন্যতম প্রধান সামাজিক উৎসব। জাকজমক ও আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে থাকে নানা সামাজিক ও ধর্মীয় রীতিনীতি। বিয়ের অনুষ্ঠান ঘিরে দূর-দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা আসেন। বিয়েতে মেনে চলা হয় অনেক নিয়মবিধিও।
advertisement
2/11
মানুষ এই প্রথাগত নিয়মগুলি মেনে চলে কিন্তু এগুলোর পিছনের কারণ জানে না। যেখানে ভারতীয় বিবাহের প্রতিটি আচারের একটি অর্থ রয়েছে এবং এর পিছনে একটি কারণ বা ব্যাখ্যাও রয়েছে।
advertisement
3/11
বিয়েতে রঙের গুরুত্ব অনেক। এই অনুষ্ঠানে বাঙালি হোক বা অবাঙালি বেশিরভাগ সময়ই বিয়ের কনেকে লাল রঙের পোশাক পরানো হয়। কিন্তু জানেন এর কারণ কী? পিছনে রয়েছে বড় ব্যাখ্যা।
advertisement
4/11
শুরু হতে চলেছে বিয়ের মরশুম। সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে বিয়ের নিয়ম ও আচারে। আগে যেখানে কনেরা শুধু লাল রঙের পোশাক পরতেন এখন কনেদেরও হালকা রঙের লেহেঙ্গায় দেখা যাচ্ছে।
advertisement
5/11
বিশেষ করে সেলিব্রিটিরা নতুন ফ্যাশন ট্রেন্ড শুরু করছেন। সম্প্রতি, আলিয়া ভাট একটি হালকা রঙের লেহেঙ্গা পরে শিরোনাম হয়েছেন তাঁর বিয়েতে। কিন্তু আমরা যদি ইতিহাস ও রীতিনীতির দিকে তাকাই তাহলে দেখতে পাব যে কনে শুধু লাল রঙের ল্যাহেঙ্গা বা বেনারসি বেশি পরেন। কিন্তু কেন এমন?
advertisement
6/11
লাল রঙের পিছনে বিশ্বাস: জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী, লাল রং শুভ। হিন্দু রীতি অনুযায়ী বিয়ের মতো শুভ অনুষ্ঠানের জন্য লাল, হলুদ ও গোলাপি রং অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর মধ্যে লাল রঙকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কারণ এটি সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
advertisement
7/11
অন্যদিকে আমরা যদি লাল রঙের লেহেঙ্গা বা পোশাকের পিছনে বৈজ্ঞানিক কারণ দেখি, তাহলে এই রং শক্তির উৎস। লাল রংকে শক্তির উৎস হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও এটি ইতিবাচক শক্তি নিয়ে আসে। এ কারণে কনেকে লাল রঙের লেহেঙ্গা পরানো হয়।
advertisement
8/11
.কোন কোন রং নিষিদ্ধ : ভারতীয় বিশ্বাসে লাল রঙের এত গুরুত্ব থাকলেও কিছু রংকে নিষিদ্ধ করা হয়েছে বিয়ের মত শুভ অনুষ্ঠানে।
advertisement
9/11
এসব রঙের মধ্যে নীল, বাদামী ও কালো রং নিষিদ্ধ। আসলে, এই রঙগুলি হতাশার প্রতীক বলে মনে করা হয়।
advertisement
10/11
আর সেই কারণেই শুভ কাজে এই রঙ নিষিদ্ধ করা হয়েছে। এই রং নেতিবাচকতা বাড়ায়। এ কারণে বিয়ের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কনেদের এসব রং থেকে দূরে রাখা হয়।
advertisement
11/11
মনে করা হয়, এসব রঙের কারণে কনের মনে নেতিবাচক অনুভূতি তৈরি হয়, তার ফলে বিয়ের মতো সম্পর্কের শুরুটা ঠিক হবে না বলেও মনে করা হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বলুন তো ভারতীয় বিয়েতে কনের পোশাক 'লাল' কেন হয়...? কেন ছাদনাতলায় নিষেধ কালো রং? চমকে দেওয়া কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল