Knowledge Story: না খাওয়া-না ওঠা, বেঁচে থাকার তাগিদে টানা ৩ বছর ঘুমিয়ে থাকে এই প্রাণী! জানেন কোন প্রাণী এটি?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Knowledge Story: না খাওয়া, না জেগে ওঠা। টানা ৩ বছর পর্যন্ত ঘুম দিতে ওস্তাদ এই প্রাণী। অবশ্য বেঁচে থাকার তাগিদ থেকেই এই ঘুম দেয় তারা। যাতে তারা মরে না যায়। বলুন তো কোন প্রাণী এটি?
advertisement
1/7

না খাওয়া, না জেগে ওঠা। টানা ৩ বছর পর্যন্ত ঘুম দিতে ওস্তাদ এই প্রাণী। অবশ্য বেঁচে থাকার তাগিদ থেকেই এই ঘুম দেয় তারা। যাতে তারা মরে না যায়। শামুক এমনই এক প্রাণী। তবে সব শামুক নয়।
advertisement
2/7
শামুক সাধারণত স্যাঁতস্যাঁতে জোলো জায়গায় থাকতে পছন্দ করে। আর্দ্রতা তাদের বেঁচে থাকার অন্যতম শর্ত। কিন্তু এমন শামুকও রয়েছে যারা প্রবল গরম জায়গায় দিব্যি বেঁচে থাকে।
advertisement
3/7
যদিও এই বেঁচে থাকার জন্য তারা নানা রকম উপায় বার করেছে। তার একটি ৩ বছর টানা ঘুমিয়ে থাকা। এরা প্রবল গরমেও এমন একটা জায়গা খুঁজে নেয় যা অপেক্ষাকৃত ঠান্ডা।
advertisement
4/7
তাছাড়া তাদের খোলের মধ্যে এমন একটি জেল নির্গত হয় যা ভিতরের ঠান্ডাভাবকে বাইরে যেতে দেয় না।
advertisement
5/7
এভাবে তারা তাদের বেঁচে থাকাটা নিশ্চিত করে। এই টানা ৩ বছর ঘুমকে শামুকদের সামার স্লিপ বলে ব্যাখ্যা করেন বিজ্ঞানীরা।
advertisement
6/7
তবে শুধু টানা ৩ বছর না খেয়ে ঘুমই তাদের একমাত্র বাঁচার উপায় নয়। গরমেও তারা বেঁচে থাকার জন্য অনেক সময় সকালে টানা ঘুম এবং রাতে জেগে থাকার পদ্ধতিতে চলে।
advertisement
7/7
রাতে জেগে থাকার সময় তারা খাবার সংগ্রহ করে। আর সকালে যেহেতু অসহ্য গরম, তাই সেই সময়টা ঘুমিয়ে কাটিয়ে দেয়। কঠিন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের সেভাবে তৈরি করে নেওয়ায় শামুক কিন্তু যথেষ্ট পটু।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: না খাওয়া-না ওঠা, বেঁচে থাকার তাগিদে টানা ৩ বছর ঘুমিয়ে থাকে এই প্রাণী! জানেন কোন প্রাণী এটি?