Knowledge Story: বলুন তো, কোন প্রাণীর হৃৎপিন্ড মাথায় থাকে? উত্তর দিতে ব্যর্থ ৯০ শতাংশ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Knowledge Story Do You Know Which Animal Has Its Heart In Its Head: আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে নিয়ে প্রশ্ন প্রায়শই এসে থাকে। বলুন তো, কোন প্রাণীর হৃৎপিন্ড মাথায় থাকে?
advertisement
1/6

আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে নিয়ে প্রশ্ন প্রায়শই এসে থাকে।
advertisement
2/6
সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়।
advertisement
3/6
তবে আজ এই প্রতিবেদনে এমন একটি প্রশ্নটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটি খুব চেনা একটি প্রশ্ন, কিন্তু তারপরও অনেকেই এর উত্তর দিতে গিয়ে ভুল করে থাকেন।
advertisement
4/6
বলুন তো, কোন প্রাণীর হৃৎপিন্ড মাথায় থাকে? এই প্রাণীটি আমাদের সকলেরই খুবই পরিচিত। বাঙালির হেঁশেলে খুব পরিচিত ও নানারকনের সুস্বাদু পদও হয়ে থাকে এই প্রাণীটিকে দিয়ে।
advertisement
5/6
উত্তর হল ছোট চিংড়ি, ইংরেজিতে যাকে বলে Shrimp। একে বাগদা চিংড়িও বলা হয়ে থাকে। এই ছোট আকারের চিংড়ির হৃদযন্ত্র বা হার্ট থাকে মাথায়।
advertisement
6/6
শ্রিম্প বা ছোট চিংড়ির শরীরের দুটো ভাগ হয়– মাথা ও লেজ। হৃদযন্ত্রটি অবস্থিত থোর্যাক্স অঞ্চলে, ঠিক মাথার উপরে। মাথা ও থোর্যাক্স ঢাকা থাকে একটিই এক্সোস্কেলিটন দিয়ে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বলুন তো, কোন প্রাণীর হৃৎপিন্ড মাথায় থাকে? উত্তর দিতে ব্যর্থ ৯০ শতাংশ