Knowledge Story: 'বোতল'-এর বাংলা কী? কোথা থেকে এসেছে শব্দটি? ৯০% মানুষই ভুল জানেন, আসল উত্তরটা জানলে চমকে যাবেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Knowledge Story: দৈনন্দিন জীবনে অনেক জিনিস আমরা ব্যবহার করি তার মধ্যে অন্যতম একটি হল বোতল৷ এই বোতল ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না৷ তবে এই বোতলের বাংলা কী জানেন?
advertisement
1/6

দৈনন্দিন জীবনে অনেক জিনিস আমরা ব্যবহার করি তার মধ্যে অন্যতম একটি হল বোতল৷ এই বোতল ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না৷ তবে এই বোতলের বাংলা কী জানেন?
advertisement
2/6
অনেকেই ভাবছেন বোতলের আবার বাংলা হয় নাকি৷ যা ইংরাজিতে Bottle এবং বাংলায় বোতল নামেই বেশি পরিচিত। কিন্তু বোতলের আক্ষরিক বাংলা অনুবাদ অনেকের কাছেই অপরিচিত।
advertisement
3/6
বোতল আদতে একটি ইংরাজি শব্দ৷ এটি একদমই হিন্দি শব্দ নয়৷ তথ্য অনুযায়ী, পূর্ব ফ্রেঞ্চ ভাষায় boteille শব্দ থেকে বোতল শব্দের উৎপত্তি হয়েছে। কিন্তু এই বোতল নিয়েও অনেক বিতর্ক রয়েছে। অনেক জায়গায়, ল্যাটিন এবং গ্রিক ভাষা থেকে Bottle শব্দের উৎপত্তি হয়েছে বলেও দাবি করা হয়েছে।
advertisement
4/6
যদিও বাংলাতে বোতল শব্দের কোনও বাংলা অনুবাদ নেই৷ ইংরাজিতে Bottle এবং বাংলায় বোতল বলেই বেশি পরিচিত৷ তবে অনেক জায়গায় বোতলকে বাংলা সরু মুখযুক্ত লম্বা পাত্র বলা হয়৷ যা মূলত জল রাখার জন্য ব্যবহৃত হয়৷ তবে বোতলের কোনও বাংলা এখনও সঠিক ভাবে পাওয়া যায়নি৷
advertisement
5/6
অনেক জায়গায় বোতলকে শিশিও বলা হয়৷ শিশি শব্দটি এসেছে ফার্সি শব্দ শিশাহ থেকে। মিশরীয় ভাষায় একে Shes বলা হয়।
advertisement
6/6
ফার্সি ভাষায়, এই শব্দের অর্থ সম্প্রসারিত এবং কাঁচ এবং কাঁচের তৈরি বস্তু বোঝাতে ব্যবহৃত হয়। এই শব্দটি ভারতেও গৃহীত হয়েছে। বোতলটির একটি গুণ হল এটির মুখের কাছে একটি সরু ঘাড় থাকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: 'বোতল'-এর বাংলা কী? কোথা থেকে এসেছে শব্দটি? ৯০% মানুষই ভুল জানেন, আসল উত্তরটা জানলে চমকে যাবেন