Knowledge Story: একক-দশক থেকে কোটি পর্যন্ত আমরা জানি, কিন্তু লক্ষ-কোটির পর কী কী রয়েছে জানেন?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Do you know what comes after crore in Indian number system: ছোট থেকেই আমরা লক্ষ, নিযুত, কোটির কথা জেনে আসছি, কিন্তু কখনো ভেবেছেন যে কোটির পর কী আসে? এই উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা।
advertisement
1/6

আমরা জানি যেকোনও চাকরির পরীক্ষা তা সরকারি হোক আর বেসরকারি জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
advertisement
2/6

এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়। এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা।
advertisement
3/6
তেমনই একটি প্রশ্ন এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ছোট থেকেই আমরা লক্ষ, নিযুত, কোটির কথা জেনে আসছি, কিন্তু কখনো ভেবেছেন যে কোটির পর কী আসে?
advertisement
4/6
ভারতীয় সংখ্যা পদ্ধতিতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত কোটি পর্যন্ত আমরা সকলেই জানি। কারণ এদের ব্যবহার সবথেকে বেশি। কিন্তু এরপর কী রয়েছে তা অনেকেই জানেন না।
advertisement
5/6
অবশ্য লাখ কোটির থেকে বড় সংখ্যার নাম তেমন প্রচলিত নয়। সেরকম বড় সংখ্যা মূলত বৈজ্ঞানিক মহলে প্রচলিত যেখানে বৈজ্ঞানিক অঙ্কপাতন অনুযায়ী সংখ্যাকে ১০-এর ঘাত হিসাবে প্রকাশ করা হয়।
advertisement
6/6
এবার জানা যাক তাহলে কোটির পর কী রয়েছে। কোটির পর রয়েছে অর্বুদ। তাছাড়াও অর্বুদের পরও আরও রয়েছে। যেগুলির ব্যবহার খুবই কম। সেগুলি হল- মহার্বুদ, বৃন্দ, খর্ব, নিখর্ব, শঙ্খ, মহাশঙ্খ, পদ্ম, মহাপদ্ম।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: একক-দশক থেকে কোটি পর্যন্ত আমরা জানি, কিন্তু লক্ষ-কোটির পর কী কী রয়েছে জানেন?