TRENDING:

Knowledge Story: একক-দশক থেকে কোটি পর্যন্ত আমরা জানি, কিন্তু লক্ষ-কোটির পর কী কী রয়েছে জানেন?

Last Updated:
Do you know what comes after crore in Indian number system: ছোট থেকেই আমরা লক্ষ, নিযুত, কোটির কথা জেনে আসছি, কিন্তু কখনো ভেবেছেন যে কোটির পর কী আসে? এই উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা।
advertisement
1/6
একক-দশক থেকে লক্ষ-কোটি পর্যন্ত আমরা জানি, কিন্তু কোটির পর কী কী রয়েছে জানেন?
আমরা জানি যেকোনও চাকরির পরীক্ষা তা সরকারি হোক আর বেসরকারি জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
advertisement
2/6
একক-দশক থেকে লক্ষ-কোটি পর্যন্ত আমরা জানি, কিন্তু কোটির পর কী কী রয়েছে জানেন?
এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়। এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা।
advertisement
3/6
তেমনই একটি প্রশ্ন এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ছোট থেকেই আমরা লক্ষ, নিযুত, কোটির কথা জেনে আসছি, কিন্তু কখনো ভেবেছেন যে কোটির পর কী আসে?
advertisement
4/6
ভারতীয় সংখ্যা পদ্ধতিতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত কোটি পর্যন্ত আমরা সকলেই জানি। কারণ এদের ব্যবহার সবথেকে বেশি। কিন্তু এরপর কী রয়েছে তা অনেকেই জানেন না।
advertisement
5/6
অবশ্য লাখ কোটির থেকে বড় সংখ্যার নাম তেমন প্রচলিত নয়। সেরকম বড় সংখ্যা মূলত বৈজ্ঞানিক মহলে প্রচলিত যেখানে বৈজ্ঞানিক অঙ্কপাতন অনুযায়ী সংখ্যাকে ১০-এর ঘাত হিসাবে প্রকাশ করা হয়।
advertisement
6/6
এবার জানা যাক তাহলে কোটির পর কী রয়েছে। কোটির পর রয়েছে অর্বুদ। তাছাড়াও অর্বুদের পরও আরও রয়েছে। যেগুলির ব্যবহার খুবই কম। সেগুলি হল- মহার্বুদ, বৃন্দ, খর্ব, নিখর্ব, শঙ্খ, মহাশঙ্খ, পদ্ম, মহাপদ্ম।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: একক-দশক থেকে কোটি পর্যন্ত আমরা জানি, কিন্তু লক্ষ-কোটির পর কী কী রয়েছে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল