TRENDING:

Knowledge Story: দার্জিলিং, নামটা শুনলেই মন ভাল হয়ে যায়! আপনি কি 'দার্জিলিং' শব্দের মানে জানেন?

Last Updated:
Knowledge Story Darjeeling: দার্জিলিংকে চলতি কথায় বলা হয় কুইন অফ হিলস। কিন্তু দার্জিলিং শব্দটির অর্থ কিন্তু তা নয়। তাহলে দার্জিলিং শব্দের মানে কী?
advertisement
1/8
দার্জিলিং, নামটা শুনলেই মন ভাল হয়ে যায়! আপনি কি 'দার্জিলিং' শব্দের মানে জানেন?
দার্জিলিং। বাঙালি তো বটেই গোটা বিশ্বের মানুষের অন্যতম প্রিয় ভ্রমণের জায়গা দার্জিলিং। গরমের ছুটি হোক বা বর্ষায় পাহাড় ভ্রমণ, দার্জিলিং সবসময় পর্যটকদের হট ফেভারিট।
advertisement
2/8
কিন্তু আপনি কি কখনও ভেবেছেন দার্জিলিং শব্দের অর্থ কী?
advertisement
3/8
দার্জিলিংকে চলতি কথায় বলা হয় কুইন অফ হিলস। কিন্তু দার্জিলিং শব্দটির অর্থ কিন্তু তা নয়। তাহলে দার্জিলিং শব্দের মানে কী?
advertisement
4/8
কলকাতা থেকে শুরু করে বিভিন্ন প্রান্তের পর্যটকরা বছরের বিভিন্ন সময়ে দার্জিলিংয়ে যান প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। আর দার্জিলিং গেলে চার থেকে পাঁচ দিন থাকতে না পারলে মন খারাপ হয়ে যায় পর্যটকদের।
advertisement
5/8
পাহাড়, টয় ট্রেন, চা বাগান, নামী দামি রেস্তোরাঁয় খাওয়া, মল রোডে শপিং-- কয়েকটা দিন নিমেষের মধ্যে কাটিয়ে দেওয়া যায় দার্জিলিংয়ের বুকে।
advertisement
6/8
ঘুম মনেস্ট্রিতে দার্জিলিঙের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানার রয়েছে। সেখান থেকেই জানা গিয়েছে দার্জিলিং কথাটির অর্থ কী?
advertisement
7/8
ভারত পুরোপুরিভাবে ব্রিটিশদের অধীনে চলে যাওয়ার আগে দার্জিলিংকে বলা হত দর্জেলিং। তিব্বতি শব্দ 'দর্জি' থেকে এসেছে দার্জিলিং নামটি।
advertisement
8/8
তিব্বতি ভাষায় দর্জি শব্দটির অর্থ হল বজ্রপাত। আর 'লিং' মানে স্থান বা ভূমি। এই হিসেবে দার্জিলিং শব্দটির পুরো অর্থ হল 'বজ্রের দেশ'। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: দার্জিলিং, নামটা শুনলেই মন ভাল হয়ে যায়! আপনি কি 'দার্জিলিং' শব্দের মানে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল