TRENDING:

Knowledge Story: বলুন তো, Shampoo-র বাংলা কী? উত্তর দিতে গিয়ে হোঁচট খাচ্ছেন অনেকেই

Last Updated:
Knowledge Story Do You Know The Bengali Meaning Of Shampoo: শ্যাম্পু আমরা সকলেই ব্যবহার করি। কিন্তু শ্যাম্পু ব্যবহার করলেও এর বাংলা কি তা আমাদের অনেকেরই অজনা।
advertisement
1/8
বলুন তো, Shampoo-র বাংলা কী? উত্তর দিতে গিয়ে হোঁচট খাচ্ছেন অনেকেই
শ্যাম্পু হচ্ছে চুলের যত্ন নেওয়ার জন্য ব্যবহৃত একটি তরল বা অর্ধ তরল পদার্থ। এটি মূলত চুল থেকে তৈলাক্তভাব, ময়লা, খুশকি, পরিবেশের বিভিন্ন বিষাক্ত পদার্থ, এবং অন্যান্য দূষিত পদার্থ চুল থেকে দূর করে। তবে শ্যাম্পু ব্যবহার করলেও এর বাংলা কি তা আমাদের অনেকেরই অজনা।
advertisement
2/8
অর্থাৎ শ্যাম্পু চুলে অবাঞ্ছিত পদার্থ পরিষ্কার করে এবং তৈরি হতে বাধা দেয়, কারণ এসকল পদার্থ চুলের ক্ষতি করে এবং সেই সাথে চুল সামলাতে সমস্যার সৃষ্টি করে। তাই নিয়ম মেনে আমরা সকলেউ চুলে শ্যাম্পু করে থাকি।
advertisement
3/8
শ্যাম্পু করার পরবর্তীকালে প্রায় সময়ই যা ব্যবহার করা হয়, তা হচ্ছে কন্ডিশনার। যা চুল আচড়ানো, ও চুলের স্টাইল করার সময় চুলকে নমনীয় হতে সাহায্য করে। শ্যাম্পু করার পর চুলে যে রুক্ষতার সৃষ্টি হয়, কন্ডিশনার তা কাটিয়ে চুলকে আরো নরম করে। শ্যাম্পুর বাংলা জানার আগে তার ইতিহাস একটি জানা দরকার।
advertisement
4/8
প্রাচীন ভারতে শ্যাম্পু জাতীয় দ্রব্য চুলে ব্যবহার করা হতো ।আমলকী, ক্ষুণ ও বিবিধ বীরুৎ জাতীয় উদ্ভিদ থেকে তা প্রস্তুত করা হত। ১৭৬২ সালের দিকে হিন্দি শব্দ চাম্পু থেকে ইংরেজি শ্যাম্পু শব্দটির উৎপত্তি ঘটে। শব্দটি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি। হিন্দি শব্দটির দ্বারা তেল বা তৈলাক্ত কোনো বস্তুর দ্বারা মাথা ম্যাসেজ করাকে বোঝানো হত।
advertisement
5/8
এ ধরনের শব্দের প্রচলন উত্তর ভারতের বিভিন্ন ভাষাতেও প্রচলিত ছিল। এই শব্দটি এবং মাথা ম্যাসেজের এই পদ্ধতিটি সর্বপ্রথম ব্রিটেনে পরিচয় করিয়ে দেন বাঙালি উদ্যোক্তা শেখ দীন মহম্মদ। ১৮০০ দশকের শুরুর দিকে দীন মহম্মদই স্টিম বাথের প্রচলন ঘটান।এ ধরনের শব্দের প্রচলন উত্তর ভারতের বিভিন্ন ভাষাতেও প্রচলিত ছিল। এই শব্দটি এবং মাথা ম্যাসেজের এই পদ্ধতিটি সর্বপ্রথম ব্রিটেনে পরিচয় করিয়ে দেন বাঙালি উদ্যোক্তা শেখ দীন মহম্মদ। ১৮০০ দশকের শুরুর দিকে দীন মহম্মদই স্টিম বাথের প্রচলন ঘটান।
advertisement
6/8
পরবর্তীতে তিনি তার আইরিশ স্ত্রীকে সঙ্গে নিয়ে একসাথে লন্ডনে "মহম্মদ'স স্টিম অ্যান্ড ভ্যাপার সি ওয়াটার মেডিকেটেড বাথস" নামে ইংল্যান্ডের ব্রাইটনে একটি পার্লার খোলেন। সেখানে গ্রাহকরা চুলের যত্নে ভারতীয় চাম্পি বা শ্যাম্পুয়িং পদ্ধতি গ্রহণ করতেন।
advertisement
7/8
সেইসময় এক প্রকার থেরাপিমূলক ম্যাসেজ হিসেবে চাম্পি ব্যবহৃত হত। দীন মহম্মদ রাজা চতুর্থ জর্জ ও চতুর্থ উইলিয়ামের 'শ্যাম্পু সার্জন' হিসেবেও নিয়োগ পেয়েছিলেন। সঠিক সময় জানা না গেলেও মনে করা ১৮১৪ সাল নাগাদ প্রথম শ্যাম্পু তৈরি করা হয়।
advertisement
8/8
পরবর্তীতে ধীরে ধারে বিশ্ব জুড়ে শ্যাম্পুর ব্যবহার শুরু হয়। তা বাজারজাত করা হয়। বর্তমানে বিশ্ব জুড়ে শ্যাম্পুর বিপুল বাজার রয়েছে। তবে শ্যাম্পুকে বাংলায় কী বলে তা ভাবিয়ে তোলে অনেককেই। তবে আপনারা জানলে অবাক হবেন Shampo-কে বাংলায় মাথা ধোয়ার ডিটার্জেন্ট বা সাবান যুক্ত তরল পদার্থ বা কেশ পরিমার্জক বলা হয়। তবে এগুলি খুব একটা প্রচলিত নয়। শ্যাম্পুকে প্রচলিত বাংলায় শ্যাম্পুই বলা হয়ে থাকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বলুন তো, Shampoo-র বাংলা কী? উত্তর দিতে গিয়ে হোঁচট খাচ্ছেন অনেকেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল