Knowledge Story: সিগারেটের বাংলা কী? ৯০ শতাংশ মানুষ উত্তর খুঁজতে হিমশিম! আপনি জানেন সঠিক উত্তরটি?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: কিছু কিছু শব্দ রয়েছে যা আমরা মূলত ইংরেজিতে বলেই অভ্যস্ত। এমনকি তার বাংলা অর্থ কী তা বেশিরভাগ মানুষেরই অজানা।
advertisement
1/9

কিছু কিছু শব্দ রয়েছে যা আমরা মূলত ইংরেজিতে বলেই অভ্যস্ত। এমনকি তার বাংলা অর্থ কি তা বেশিরভাগ মানুষেরই অজানা। কিন্তু তাই বলে কি সেইসব শব্দগুলির কোনও বাংলা নেই? তা নিশ্চই নয়। আসলে ব্যবহারের অভাবে সেইসব বাংলা শব্দ আজ হারিয়ে গিয়েছে।
advertisement
2/9
সরকারি চাকরির ইন্টারভিউতে চাকরিপ্রার্থীর বুদ্ধিমত্তা যাচাই করতে প্রায়ই প্রশ্ন করা হয় এমনই কিছু শব্দের বাংলা অর্থ জানা আছে কিনা তা নিয়ে। এই ধরনের প্রশ্ন প্রার্থীদের বিভ্রান্ত করে। খুব কম পরীক্ষার্থীই তার উত্তর দিতে পারে। আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক এমনই কিছু বিভ্রান্তিকর প্রশ্নের উত্তর। প্রতীকী ছবি।
advertisement
3/9
এই প্রশ্নগুলি কখনও কখনও সাধারণ জ্ঞান সম্পর্কিত হয়, তাই অনেক সময় প্রার্থীদের মনের উপস্থিত বুদ্ধির পরীক্ষা সংক্রান্ত করা হয়। জেনে নেওয়া যাক এমনই সব প্রশ্নের উত্তর। প্রতীকী ছবি।
advertisement
4/9
প্রশ্ন- বলুন তো একজন মানুষ আট দিন না ঘুমিয়ে কীভাবে বাঁচবে? উত্তর- কারণ, সে দিনে নয় রাতে ঘুমায়।
advertisement
5/9
প্রশ্ন- সিগারেটকে বাংলায় কী বলে? উত্তর- সিগারেটকে বাংলায় বলা হয় "ধূমপান দণ্ড"।
advertisement
6/9
প্রশ্ন- আইনজীবীরা কেন শুধু কালো কোট পরেন? উত্তর- কালো কোটে শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসী দেখায়।
advertisement
7/9
প্রশ্ন- কোন দেশে মাত্র ৪০ মিনিট রাত থাকে? উত্তর- নরওয়ে।
advertisement
8/9
প্রশ্ন- জানেন কী বিশ্বের কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ এক বছর? উত্তর- সুইজারল্যান্ড।
advertisement
9/9
প্রশ্ন- মানুষের চোখের ওজন কত গ্রাম জানা আছে? উত্তর- মানুষের চোখের ওজন মাত্র ৮ গ্রাম।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: সিগারেটের বাংলা কী? ৯০ শতাংশ মানুষ উত্তর খুঁজতে হিমশিম! আপনি জানেন সঠিক উত্তরটি?