TRENDING:

Knowledge Story || Clock: ঘড়িতে ঘণ্টার কাঁটা ছোট আর Minute-এর কাঁটা বড় কেন হয়? কারণটা কিন্তু দুর্দান্ত! আপনি জানেন তো?

Last Updated:
Knowledge Story || Clock: যদিও কিছু ঘড়িতে সেকেন্ডের কাঁটা থাকে না। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন কেন ঘণ্টার কাঁটা ছোট আর মিনিটের কাঁটাটি বড় হয়? হিসেবে মতো তো উল্টো হওয়ার কথা? তাই না? রহস্যটা কী তবে?
advertisement
1/9
ঘড়িতে ঘণ্টার কাঁটা ছোট আর Minute-এর কাঁটা বড় কেন? কারণটা কিন্তু দুর্দান্ত!
সময় এমন একটি জিনিস যা আমাদের সকলের জীবনেই অত্যন্ত মূল্যবান। প্রতিটি মুহূর্ত, মিনিট, সেকেন্ড বুঝিয়ে দেয় জীবনের মানে। আর সেই সময় আবার খুব মজারও। ঘড়ির কাঁটার নিরলস চলনেই নির্ধারিত হয় এক একটি অলীক মুহূর্ত যা কখনও সুখের, কখনও বা দুঃখের। আর আমরা গুনতে থাকি জীবনের ভাল সময়, মন্দ সময়, দিন কাল মাস বছর।
advertisement
2/9
দার্শনিকরাও বলে থাকেন, পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস সময়, যে সময়কে কাজে লাগায়নি তাঁকে পরে অনুতপ্ত হতে হয়। সময় দেখার জন্য মানুষ ঘড়ির দিকে তাকায়। ঘড়িতে ঘণ্টা, মিনিট এবং সেকেন্ডের কাঁটা থাকে আমরা সবাই জানি।
advertisement
3/9
যদিও কিছু ঘড়িতে সেকেন্ডের কাঁটা থাকে না। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন কেন ঘণ্টার কাঁটা ছোট আর মিনিটের কাঁটাটি বড় হয়? হিসেবে মতো তো উল্টো হওয়ার কথা? তাই না? রহস্যটা কী তবে?
advertisement
4/9
ঘণ্টা-মিনিটের কাঁটার দৈর্ঘ্যের পার্থক্য প্রকৃতপক্ষে, বিশ্বের প্রতিটি ঘড়িতে ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে। এই পার্থক্যে ঘণ্টার কাঁটাকে ছোট করা হয়েছে আর মিনিটের কাঁটাকে বড় রাখা হয়েছে। এটা এমন কেন?
advertisement
5/9
আজ আমরা আপনাদের বলব এর প্রকৃত কারণ কী। যদিও এটি আজ থেকে নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে ঘণ্টার কাঁটার দৈর্ঘ্য কম। যখন মিনিট এবং সেকেন্ডের কাঁটার দৈর্ঘ তুলনামূলকভাবে কম বড় হয়।
advertisement
6/9
কারণ খুব মজাদার! এর পিছনে আসলে বেশ কিছু কারণের কথা বলেছেন বিশেষজ্ঞরা। তবে প্রধান কারণটি খুবই আকর্ষণীয়। এটি করা হয় যাতে দর্শকরা ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য জানতে পারে। যাতে মানুষ বিভ্রান্ত না হয়। কারণ কল্পনা করুন, যখন দেখা যাবে উভয় সূঁচক সমান এবং একদম একই জায়গায় পৌঁছেছে, তখন কিন্তু সময় দেখতে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে কাউকে।
advertisement
7/9
নাহলে বোঝাই যাবে না ঠিক কোন সময় দেখাচ্ছে ঘড়িটি। কিছু সময় অপেক্ষার পরেই মানুষ বুঝতে পারবেন আসল সময় কোনটি। নাহলে কিন্তু বোঝা কঠিন হয়ে যাবে। দুটি কাঁটার দৈর্ঘের পার্থক্যের পিছনে এটি একটি বড় কারণ।
advertisement
8/9
যদিও দ্বিতীয় যে কারণটি বলা হয়েছে সেই কারণ অনুযায়ী ঘণ্টার কাঁটা ধীরে ধীরে চলে এবং তা দুই অঙ্কের মধ্যে হলেও, এটি দেখে সময় নির্ণয় করা যায়, কিন্তু মিনিটের কাঁটাটি যেহেতু অপেক্ষাকৃত দ্রুত চলে এবং সহজেই দৃশ্যমান হয় তাই।
advertisement
9/9
এই কাঁটার দৈর্ঘ্য ঘণ্টার কাঁটার সমান হলে দুটি বিভ্রান্তির সৃষ্টি করত বলেও মনে করা হয়। আর সেই কারণেই এই দুই কাঁটার পার্থক্য করা হয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story || Clock: ঘড়িতে ঘণ্টার কাঁটা ছোট আর Minute-এর কাঁটা বড় কেন হয়? কারণটা কিন্তু দুর্দান্ত! আপনি জানেন তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল