TRENDING:

General Knowledge: জেলেই সন্তান প্রসব, জন্ম শংসাপত্রে জন্মস্থান হিসেবে কী লেখা থাকবে? নিয়ম কী বলে জানেন?

Last Updated:
অনেক সময় গর্ভবতী মহিলাদেরও কারাদণ্ডের সাজা হয়। এখন প্রশ্ন হল, তাঁরা যদি জেলেই সন্তানের জন্ম দেন, তাহলে জন্ম শংসাপত্রে জন্মস্থান বা ঠিকানা হিসেবে কোন জায়গার কথা লেখা থাকবে?
advertisement
1/9
জেলেই সন্তান প্রসব, জন্ম শংসাপত্রে জন্মস্থান কী লেখা থাকবে? নিয়ম কী বলে জানেন?
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলির মধ্যে ভারত অন্যতম। জনসংখ্যার হার বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে অপরাধমূলক ঘটনার গ্রাফও।
advertisement
2/9
পুলিশ প্রশাসনের তৎপরতায় অনেক অপরাধী ধরা পড়ে। আদালতের নির্দেশে তাঁরা সাজাও ভোগ করছেন। এর মধ্যে রয়েছেন বিপুল সংখ্যক নারী বন্দিও।
advertisement
3/9
এখন প্রশ্ন হল, তাঁরা যদি জেলেই সন্তানের জন্ম দেন, তাহলে জন্ম শংসাপত্রে জন্মস্থান বা ঠিকানা হিসেবে কোন জায়গার কথা লেখা থাকবে? লোকাল ১৮-এর জেল সিরিজে এই প্রশ্নেরই উত্তর খোঁজা হয়েছে।
advertisement
4/9
ঝাঁসি জেলা কারাগারের সুপার বিনোদ কুমার জানিয়েছেন, কারাগারে কোনও মহিলা বন্দি গর্ভবতী হলে তাকে প্রসবের জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
5/9
শিশুর জন্মের পর জন্ম শংসাপত্রে জন্মস্থানের জায়গায় জেলা হাসপাতালের উল্লেখ থাকে। সার্টিফিকেট বা অন্য কোনও নথিতেও জেলের উল্লেখ থাকে না। এই বিষয়টা যাতে কাউকে না জানানো হয় সেদিকে কড়া নজর রাখে প্রশাসন।
advertisement
6/9
তথ্য কী বলে: ২০২৩ সালের ডিসেম্বরে প্রকাশিত এনসিআরবি-এর রিপোর্ট অনুযায়ী, ভারতের ১৩৩০টি জেলে মোট ৫ লাখ ৭৩ হাজার ২২০ জন সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন বন্দি রয়েছেন। এর মধ্যে ২৩ হাজার ৭৭২ জন মহিলা।
advertisement
7/9
এই প্রায় সাড়ে ২৩ হাজার মহিলা বন্দির মধ্যে ১৫৩৭ জন মহিলার সন্তান তাঁদের সঙ্গেই কারাগারে থাকে। এই সংখ্যার অর্ধেকই নারী বন্দি যাঁরা জেলে থাকা অবস্থায় সন্তানের জন্ম দিয়েছেন। এসব শিশুর জন্ম শংসাপত্রে জেলের উল্লেখ নেই।
advertisement
8/9
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে দাখিল করা একটি প্রতিবেদন থাকা জানা যাচ্ছে, গত চার বছরে পশ্চিমবঙ্গের জেলগুলোতে ৬২ শিশুর জন্ম হয়েছে। এই মহিলা বন্দিরা জেলে যাওয়ার আগেই গর্ভবতী হয়েছিলেন।
advertisement
9/9
কিছু ক্ষেত্রে আবার মহিলা বন্দিরা প্যারোলে বেরিয়ে গর্ভবতী হয়েছেন। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, রাজস্থান, হরিয়ানা এবং দিল্লির জেলগুলিতেও একই অবস্থা বলে প্রতিবেদনে উঠে এসেছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: জেলেই সন্তান প্রসব, জন্ম শংসাপত্রে জন্মস্থান হিসেবে কী লেখা থাকবে? নিয়ম কী বলে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল