TRENDING:

কোহিনূরই নয়, আরও অনেক দূর্মূল্য সামগ্রী লুঠ করে নিয়ে গিয়েছিল ব্রিটিশরা, ছবি দেখলে চমকে যাবেন

Last Updated:
ব্রিটিশরা ছিল বড় লুঠেরা, যা দেখেছে অনন্য তাই নিয়ে চলে গেছে নিজের দেশে
advertisement
1/8
কোহিনূরই নয়, আরও অনেক দূর্মূল্য সামগ্রী লুঠ করে নিয়ে গিয়েছিল ব্রিটিশরা, ফটো
কোহিনূর : ব্রিটেনের নতুন মহারাজা চার্লসের রাজ্যাভিষেক হবে ৬ মে। আর এর পরেই তিনি উত্তারাধিকার সূত্রে পাওয়া মূল্যবান হিরে কোহিনূরের মালিকও হয়ে যাবেন। দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধের পর ১৮৪৯ সালে কোহিনূর ব্রিটিশদের হাতে আসে। এটি লাহোর চুক্তির পর মহারাজা দিলীপ সিংয়ের কাছ থেকে লর্ড ডালহৌসি অধিগ্রহণ করেছিলেন।
advertisement
2/8
মহারাজা রঞ্জিত সিংয়ের সিংহাসন: ইঙ্গ-শিখ যুদ্ধের সময়, ব্রিটিশরা তাদের সঙ্গে  মহারাজ রঞ্জিত সিংয়ের অমূল্য সিংহাসনও নিয়ে যায়। এটি হাফিজ মুহাম্মদ মুলতানি ১৮২০-১৮৩০ সালের মধ্যে নির্মাণ করেছিলেন। এটি কাঠ এবং রেজিন দিয়ে তৈরি হয়েছিল। তার ওপর সোনার প্রলেপ দেওয়া হয়েছিল।
advertisement
3/8
সুলতানগঞ্জের বুদ্ধ মূর্তি: গুপ্ত আমলের তামার তৈরি বুদ্ধের বিখ্যাত মূর্তিটি বর্তমানে বার্মিংহাম মিউজিয়াম ও আর্ট গ্যালারিতে রাখা আছে। এটি গুপ্ত যুগের শিল্পের উন্নততম একটি নমুনা৷ 
advertisement
4/8
হরিহর মূর্তি: বেলেপাথরের তৈরি এই মূর্তিটি প্রায় ১০০০ বছরের পুরনো। ১৮৭২ সালে ব্রিটিশরা ভারত থেকে এটিও তুলে নিয়ে চলে যায়। এটি ব্রিটিশ মিউজিয়ামে রাখা হয়েছে।
advertisement
5/8
অমরাবতী মার্বেল: ব্রিটিশরা ভারত থেকে লুঠ করে অমরাবতী মার্বেল মূর্তিগুলি নিয়ে যায়। অন্ধ্রপ্রদেশের অমরাবতী স্তুপে এই মূর্তিগুলি অবস্থিত ছিল। স্যার ওয়াল্টার এলিয়টের নামানুসারে একে এলিয়ট মার্বেলও বলা হয়। ১৮৪০  সালে এই স্থাপত্য উপড়ে ফেলা হয়েছিল।
advertisement
6/8
শাহজাহানে মদিরা পাত্র : শাহজাহানের মদের পাত্র রাখা হয়েছে ব্রিটিশ মিউজিয়ামে। ১৮৫৭  সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের সময় ব্রিটিশরা এটিও নিজেদের দেশে ব্রিটেনে নিয়ে যায়।
advertisement
7/8
টিপু সুলতানের আংটি: টিপু সুলতানকে পরাজিত করার পর ব্রিটিশরা তাঁর হাতে থাকা সোনার আংটিও নিয়ে যায়। এই আংটিতে রাম লেখা আছে। তবে এখন এটি  এখনও কোনও ব্রিটিশ মিউজিয়ামে নেই।  ২০১৪ সালে ক্রিস্টি'স-র নিলামে বিক্রি হয়েছিল। সেই সময় এই আংটিটি বিক্রি হয়েছিল ১৪০৫০০ পাউন্ডে।
advertisement
8/8
টিপু সুলতানের বাঘের খেলনা: টিপু সুলতানকে পরাজিত করার পর ব্রিটিশরা মহীশূরের কোষাগার লুঠ করে। যার মধ্যে টিপুর বিখ্যাত টাইগার টয়ও ছিল। এতে একটি বাঘকে একজন ইংরেজকে আক্রমণ করতে দেখা গেছে। বর্তমানে এটি ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়ামে রাখা আছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
কোহিনূরই নয়, আরও অনেক দূর্মূল্য সামগ্রী লুঠ করে নিয়ে গিয়েছিল ব্রিটিশরা, ছবি দেখলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল