TRENDING:

Knowledge Story: বলুন তো, ভারতের কোথায় সবচেয়ে সস্তায় মদ বিক্রি হয়? নামটা শুনলে জাস্ট অবিশ্বাস্য মনে হবে

Last Updated:
Knowledge Story: ভারতের বিভিন্ন রাজ্যে মদের দাম আলাদা। কোথাও বেশি, কোথাও আবার দাম অনেকটা কম।
advertisement
1/8
বলুন তো, ভারতের কোথায় সবচেয়ে সস্তায় মদ বিক্রি হয়? নামটা শুনলে অবিশ্বাস্য মনে হবে
ইন্টারন্যাশনাল স্পিরিটস অ্যান্ড ওয়াইনস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার এক রিপোর্ট জানাচ্ছে, ভারতে সব থেকে বেশি দামে মদ কিনতে হয় কর্ণাটকে। সেখানে মদের উপর ৮৩ শতাংশ ট্যাক্স আদায় করে সরকার। তার পরই নাম আসে মহারাষ্ট্রের। সেখানে সরকার মদের উপর ৭১ শতাংশ কর আদায় করে। কিন্তু ভারতে সবচেয়ে সস্তায় মদ বিক্রি হয় কোথায় জানেন কি?
advertisement
2/8
ভারতের বিভিন্ন রাজ্যে মদের দাম আলাদা। কোথাও বেশি, কোথাও আবার দাম অনেকটা কম। তবে সবচেয়ে সস্তায় বিক্রি হয় যেখানে, তার নামটা শুনলে নিশ্চয় চমকে উঠবেন।
advertisement
3/8
ভারতে সব থেকে সস্তায় মদ বিক্রি হয় গোয়ায়। সেখানে পর্যটকরা খুবই সস্তায় পানশালায় গলা ভেজাতে পারেন। গোয়ায় মদের উপর ৪৯ শতাংশ কর আদায় করা হয়।
advertisement
4/8
রাজস্থান ও তেলেঙ্গানাতেও মদের দাম অনেকটাই বেশি থাকে। কারণ সেখানে সরকার যথাক্রমে ৬৯ ও ৬৮ শতাংশ ট্যাক্স আদায় করে।
advertisement
5/8
উত্তরপ্রদেশ ও দিল্লিতে যথাক্রমে ৬৬ ও ৬২ শতাংশ ট্যাক্স জুড়ে যায়। তবুও দেশের অনেক রাজ্যের থেকে মদ দিল্লিতে সস্তা।
advertisement
6/8
অনেকেই হয়ত জানেন না, হরিয়ানাতে মাত্র ৪৭ শতাংশ ট্যাক্স নেয় সরকার। তবে সেখানে মদের বোতলে MRP থাকে বেশি। তাই সেখানে ট্যাক্স কম হলেও গোয়ার তুলনায় সস্তায় মদ পাওয়া যায় না।
advertisement
7/8
হিসেব বলছে, যে মদের বোতল গোয়ায় ১০০ টাকায় পাওয়া যায়, সেটারই কর্ণাটকে দাম ৫১৩ টাকা, তেলেঙ্গানায় ২৪৬ টাকা এবং দিল্লিতে ১৩৪ টাকা। হরিয়ানায় সেটির দাম ১৪৭ টাকা। তার মানে গোয়ার পর দিল্লিতে সবচেয়ে সস্তায় মদ পাওয়া যায়।
advertisement
8/8
অ্যালকোহল এবং পেট্রোলিয়ামজাত পণ্য এখনও GST-র আওতায় নেই। তাই একেকটি রাজ্য একেকরকম ট্যাক্স আদায় করে। এমনকী বিভিন্ন রাজ্যে মদের দাম আলাদা হওয়ায় চোরাকারবারও হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বলুন তো, ভারতের কোথায় সবচেয়ে সস্তায় মদ বিক্রি হয়? নামটা শুনলে জাস্ট অবিশ্বাস্য মনে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল