Knowledge Stories: বিস্কুটের গায়ে কেন ফুটো থাকে? বৈজ্ঞানিক কারণ জানলে অবাক হবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
1/4

বাজারচলতি অধিকাংশ বিস্কুটের গায়ে ছোট ছোট ফুটো দেখা যায়! তা সে ক্রিমক্র্যাকার হোক বা মেরি বা সাধের বারবন! জানেন, কেন বিস্কুটের গায়ে এই ছিদ্রগুলি থাকে?
advertisement
2/4
বিস্কুটের এই ফুটোগুলিকে বলা হয় ডকার ছিদ্র। বিস্কুট তৈরির সময় ময়দার সঙ্গে চিনি ও নুনের মতো উপাদান মিশিয়ে একটি মণ্ড তৈরি করা হয়। তার পর সেগুলিকে পাতলা করে গড়ে নিয়ে থালার মতো পাত্রে পর পর সাজিয়ে বেক করা হয়।
advertisement
3/4
বেকিং-এর সময় অনেক ক্ষেত্রেই দেখা যায়, মণ্ড ফুলে ওঠেছে কিংবা মণ্ডর ভিতরে বাতাসের বুদ্বুদ তৈরি হয়েছে। এই ধরনের বুদ্বুদের কারণে বেকিং-এর সময়েই বিস্কুট ভেঙে যায়। সেই জন্যই বিস্কুটে ছোট ছোট ফুটো করে দেওয়া হয়। যাতে বেক করার সময়ে বিস্কুটের মধ্যে সহজে বায়ু চলাচল করতে পারে এবং বিস্কুট ফেঁপে না যায়।
advertisement
4/4
ময়দার পরিমাণ কতটা বা কতক্ষণ বেক করা হচ্ছে, তার উপর নির্ভর করে বিস্কুটে ছিদ্র থাকবে কি না। যেমন, কিছু বিস্কুট দেখতে হয় ফোলা-ফোলা, উপরের স্তর অমসৃণ। সেক্ষেত্রে ছিদ্রের প্রয়োজন পড়ে না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Stories: বিস্কুটের গায়ে কেন ফুটো থাকে? বৈজ্ঞানিক কারণ জানলে অবাক হবেন