TRENDING:

Knowledge Stories: গিরগিটি কীভাবে রং পাল্টায় ? কেন-ই বা রং পাল্টায়? কারণ জানলে হতবাক হবেন

Last Updated:
advertisement
1/4
গিরগিটি কীভাবে রং পাল্টায় ? কেন-ই বা রং পাল্টায়? কারণ জানলে হতবাক হবেন
এই ছিল সবুজ, এই হয়ে গেল হলুদ, পরমুহূর্তেই নীল...! কার কথা হচ্ছে? ঠিক ধরেছেন! গিরগিটি! গিরগিটি রং পরিবর্তন করতে পারে! কিন্তু কীভাবে রং পরিবর্তন করতে গিরগিটি? কেন-ই বা রং পাল্টায়?
advertisement
2/4
গবেষণা বলছে, চামড়ার ঠিক নীচে থাকা ছোট্ট স্ফটিক 'আইরিডোফোরস'-ের কারণেই গিরগিটি রং বদলায়। গিরগিটি উত্তেজিত হলে এই স্ফটিকগুলি আপনা থেকেই সংকুচিত ও প্রসারিত হতে থাকে, যার ফলে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোর প্রতিফলন হতে থাকে।
advertisement
3/4
এই স্ফটিকগুলি কিছু নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোই প্রতিফলিত করে। স্ফটিকের আকার আর তাদের অবস্থানের ভিন্নতার কারণেই আলাদা-আলাদা রং- এর সৃষ্টি হয়।
advertisement
4/4
সাধারণত একটি ছেলে গিরগিটি আরেকটিকে ভয় দেখাতে কিংবা নিজের রূপ জাহির করতেই রং পাল্টাতে থাকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Stories: গিরগিটি কীভাবে রং পাল্টায় ? কেন-ই বা রং পাল্টায়? কারণ জানলে হতবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল