Knowledge Stories: গিরগিটি কীভাবে রং পাল্টায় ? কেন-ই বা রং পাল্টায়? কারণ জানলে হতবাক হবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
1/4

এই ছিল সবুজ, এই হয়ে গেল হলুদ, পরমুহূর্তেই নীল...! কার কথা হচ্ছে? ঠিক ধরেছেন! গিরগিটি! গিরগিটি রং পরিবর্তন করতে পারে! কিন্তু কীভাবে রং পরিবর্তন করতে গিরগিটি? কেন-ই বা রং পাল্টায়?
advertisement
2/4
গবেষণা বলছে, চামড়ার ঠিক নীচে থাকা ছোট্ট স্ফটিক 'আইরিডোফোরস'-ের কারণেই গিরগিটি রং বদলায়। গিরগিটি উত্তেজিত হলে এই স্ফটিকগুলি আপনা থেকেই সংকুচিত ও প্রসারিত হতে থাকে, যার ফলে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোর প্রতিফলন হতে থাকে।
advertisement
3/4
এই স্ফটিকগুলি কিছু নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোই প্রতিফলিত করে। স্ফটিকের আকার আর তাদের অবস্থানের ভিন্নতার কারণেই আলাদা-আলাদা রং- এর সৃষ্টি হয়।
advertisement
4/4
সাধারণত একটি ছেলে গিরগিটি আরেকটিকে ভয় দেখাতে কিংবা নিজের রূপ জাহির করতেই রং পাল্টাতে থাকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Stories: গিরগিটি কীভাবে রং পাল্টায় ? কেন-ই বা রং পাল্টায়? কারণ জানলে হতবাক হবেন