Knowledge Stories: দুই দেশের মাঝে অতল সমুদ্র, তবু এ'দেশ থেকে ও'দেশ হেঁটেই যাতায়াত করা যায়
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
1/4

দু'পাশে দুই দেশ রাশিয়া আর আলাস্কা, মাঝে অতল সমুদ্র। রাশিয়া আর আলাস্কাকে আলাদা করেছে বেরিং প্রণালী বা Bering Strait। প্রণালী সমুদ্রেরই অংশ যা ২টি প্রান্তের স্থলভাগকে অল্প দূরত্বে আলাদা করে। অবাক কাণ্ড হল, মাঝে সমুদ্র, তবু এ'দেশ থেকে ও'দেশ অর্থাৎ রাশিয়া থেকে আলাস্কা হেঁটেই যাতায়াত করা যায়
advertisement
2/4
বেরিং প্রণালীর একদিকে রাশিয়া এবং অন্যদিকে আলাস্কা। ডাইমিডি দ্বীপ এই ২ দেশের মধ্যে দূরত্বকে সবচেয়ে কম করেছে। যেখানে ২ দেশের স্থলভাগের ২ বিন্দুর দূরত্ব দাঁড়ায় ৩.৮ কিলোমিটার। হেঁটে যা খুব একটা বেশি নয়। কাজেই মাঝে সমুদ্র থাকলেও রাশিয়া থেকে আলাস্কা হেঁটেই যাতায়াত করা যায়।
advertisement
3/4
রাশিয়া ও আলাস্কার মানুষ দুই দেশের মধ্যে হেঁটেই যাতায়াত করতে পারেন কারণ বছরের একটা বড় সময় বেরিং প্রণালীর এই অংশটি বরফে ঢেকে যায়। বরফে ঢাকা বেরিং প্রণালীর উপর দিয়ে দিব্যি হাঁটাচলা করা যায়।
advertisement
4/4
যতদিন বেরিং প্রণালীর বরফে ঢাকা থাকে ততদিন রাশিয়া ও আলাস্কার মধ্যে হেঁটে যাতায়াত অসম্ভব কিছু নয়। বরফের চাদর এতটাই পুরু হয় যে মানুষ হাঁটাচলা করলেও তা গলে যাওয়া বা ভেঙে যাওয়া সম্ভব নয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Stories: দুই দেশের মাঝে অতল সমুদ্র, তবু এ'দেশ থেকে ও'দেশ হেঁটেই যাতায়াত করা যায়