Knowledge Stories: পৃথিবীর এই ৫ জায়গায় সূর্য অস্ত যায় না, সেখানে ২৪ ঘণ্টাই দিন, নেই রাত
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
1/6

১২ ঘণ্টার দিন, ১২ ঘণ্টার রাত। দিনের শেষে সূর্য অস্ত যায়, চাঁদ ওঠে, রাত নামে, আবার পরের দিন সূর্য ওঠে, শুরু হয় নতুন দিন। এ তো গেল স্বাভাবিক দিন-রাত্রির নিয়ম। কিন্তু পৃথিবীতে এমন জায়গাও আছে যেখানে সূর্য অস্ত যায় না, ২৪ ঘণ্টাই দিনের আলো, রাত হয় না এই সমস্ত জায়গায়! জেনে নিন, পৃথিবীর এই ৫ টি আশ্চর্যতম জায়গা কোনগুলি--
advertisement
2/6
নরওয়ে-- এখানে মে মাসের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত ৭৬ দিন সূর্য অস্ত যায় না। তাই আর্কটিক সার্কেলে অবস্থিত নরওয়েকে বলা হয় মধ্য রাতের সূর্যের দেশ। নরওয়ের স্যালবার্ডে ১০ এপ্রিল থেকে ২৩ অগাস্ট পর্যন্ত দিন-রাত সূর্যের আলো থাকে।
advertisement
3/6
নুনাভুত, কানাডা-- আর্কটিক সার্কেল থেকে প্রায় দুই ডিগ্রি উপরে, কানাডার উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত নুনাভুত। এখানে প্রায় দুই মাস ধরে ২৪ ঘণ্টাই সূর্যের আলো থাকে। অন্যদিকে, শীতকালে এই জায়গাটি টানা ৩০ দিন সম্পূর্ণ অন্ধকার থাকে।
advertisement
4/6
আইসল্যান্ড-- গ্রীষ্ম কালে আইসল্যান্ডে রাত হয়, আবার জুন মাসে সূর্য কখনওই অস্ত যায় না।
advertisement
5/6
ব্যারো, আলাস্কা-- মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত এখানে সূর্য অস্ত যায় না। নভেম্বরের শুরু থেকে পরবর্তী ৩০ দিন আবার এখানে সূর্য ওঠে না। এটি পোলার নাইট নামে পরিচিত। গোটা শীতকাল সমগ্র দেশ অন্ধকারে ডুবে থাকে।
advertisement
6/6
সুইডেন-- মে মাসের শুরু থেকে অগাস্ট মাসের শেষ পর্যন্ত সুইডেনে মাঝরাতে সূর্য অস্ত যায় এবং প্রায় ৪ টের সময়ে উদয় হয়। এখানে এক টানা ৬ মাস সূর্য অস্ত যায় না। অর্থাৎ এখানে দিন-রাত দিনের আলো থাকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Stories: পৃথিবীর এই ৫ জায়গায় সূর্য অস্ত যায় না, সেখানে ২৪ ঘণ্টাই দিন, নেই রাত