TRENDING:

‘এই’ জিনিসগুলো হাতের কাছে রাখুন, সাপ বাড়ির ত্রিসীমানায় ঘেঁষবে না, লেজ গুটিয়ে পালাবে !

Last Updated:
আবার প্রাণীকুলে বৈচিত্রও কম নেই। পৃথিবীতে যত ধরণের প্রাণী রয়েছে, তার অর্ধেকের বেশি থাকে জলের নীচে। লোকচক্ষুর আড়ালে।
advertisement
1/5
‘এই’ জিনিসগুলো হাতের কাছে রাখুন, সাপ বাড়ির ত্রিসীমানায় ঘেঁষবে না !
প্রত্যেক প্রাণীই পৃথিবীর বৃহৎ বাস্তুতন্ত্রের অংশ। সবার আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। রয়েছে খাদ্যচক্রও। খুব খুঁটিয়ে লক্ষ্য করলে দেখা যাবে, পৃথিবীর প্রতিটা প্রাণীই জীবনধারণের জন্য অন্য প্রাণীর উপর নির্ভরশীল। আবার প্রাণীকুলে বৈচিত্রও কম নেই। পৃথিবীতে যত ধরণের প্রাণী রয়েছে, তার অর্ধেকের বেশি থাকে জলের নীচে। লোকচক্ষুর আড়ালে। তাদের খাদ্যাভ্যাস, জীবনযাত্রার ধরণ সম্পর্কে সাধারণ মানুষের কোনও ধারণাই নেই।
advertisement
2/5
কিছু প্রাণী উভচর। জলেও থাকে আবার ডাঙাতেও। যেমন ব্যাঙ। কিন্তু সাপ জলে এবং ডাঙায়, দু’জায়গাতেই স্বচ্ছন্দ্য হলেও উভচর নয়, সরীসৃপ প্রজাতির প্রাণী। তবে সাপের গঠন এবং চলন অন্য সরীসৃপ প্রাণীদের তুলনায় কিছুটা আলাদা। দেখলেই গা শিরশির করে। সে বিষাক্ত হোক বা না হোক।
advertisement
3/5
পৃথিবীতে যত প্রজাতির সাপ রয়েছে অধিকাংশই নির্বিষ। খুব কম প্রজাতির সাপই বিষাক্ত হয়। কিন্তু সাপ দেখলেই মানুষ থতমত খেয়ে যায়। যেন সামনেই সাক্ষাৎ মৃত্যু দাঁড়িয়ে রয়েছে। তখন সাপ মারার জন্য উঠেপড়ে লাগে। অন্য কিছু মাথায় থাকে না। মানুষ যেমন সাপকে ভয় পায়, সাপও তেমন কিছু জিনিসকে ভয় পায়। একেবারে যমরাজের মতোই। হ্যাঁ, প্রকৃতিতে এমন কিছু জিনিস রয়েছে, যেগুলো থেকে সাপ শতহস্ত দূরে থাকে।
advertisement
4/5
অনেকেই সেই সব জিনিসের খোঁজ রাখেন না। কিন্তু সেগুলো বাড়িতেই পাওয়া যায়। এমনিতে সাপ শান্ত প্রাণী। নিজের সামনে বিপদ দেখলে তবেই আক্রমণ করে। কিন্তু সাপ কিছু জিনিসের গন্ধ সহ্য করতে পারে না। সে যত বিপদই থাকুক না কেন। সেই গন্ধ একবার পেলে লেজ গুটিয়ে পালিয়ে যায়। সম্প্রতি অ্যানিমাল ওয়েবসাইট ‘এজ অ্যানিমাল’ এমনই ১৪টি জিনিসের তালিকা প্রকাশ করেছে, যেগুলোর গন্ধ সাপ পছন্দ করে না মোটেই।
advertisement
5/5
সোজা কথায় বললে, এই সব গন্ধে সাপ রীতিমতো ভয় পায় সাপ। যে জায়গায় এই ধরণের গন্ধ থাকে সাপ সেই জায়গা এড়িয়েই চলে। পারতপক্ষে সেখানে যায় না। অবাক করার মতো বিষয় হল, এর মধ্যে কিছু জিনিস প্রায় সব বাড়িতেই থাকে। যেমন পেঁয়াজ ও রসুন। এই দুটি ফসলের গন্ধ সাপ সহ্য করতে পারে না। এর পাশাপাশি পুদিনা, লবঙ্গ, তুলসি, ভিনেগার, দারচিনি এমনকী লেবুর রসের গন্ধও সহ্য হয় না সাপের। অ্যামোনিয়া গ্যাসও সাপ তাড়াতে সমান কার্যকর। তাই সাপ তাড়ানোর সময় এই জিনিসগুলো হাতের কাছে রাখার পরামর্শ দেন সর্প বিশেষজ্ঞরা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
‘এই’ জিনিসগুলো হাতের কাছে রাখুন, সাপ বাড়ির ত্রিসীমানায় ঘেঁষবে না, লেজ গুটিয়ে পালাবে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল