TRENDING:

Pakistan Fastest Train: তুফানি স্পিড! পাকিস্তানের ‘ফাস্টেস্ট’ ট্রেন...পাড়ি দেয় ১০০০ কিলোমিটার, বন্দেভারতকেও টেক্কা দিতে পারে এই ধুঁয়াধার এক্সপ্রেস

Last Updated:
ট্রেনটি করাচি-পেশোয়ার মেইন লাইন (ML-1) দিয়ে যাতায়াত করে, তবে এটি যাত্রা শেষ করার জন্য শাহদারা বাগ-সাংলা হিল এবং খানেওয়াল-ওয়াজিরাবাদ শাখা লাইনের কিছু অংশও ব্যবহার করে থাকে।
advertisement
1/10
তুফানি স্পিড! পাকিস্তানের ‘ফাস্টেস্ট’ ট্রেন...বন্দেভারতকেও টেক্কা দিতে পারে এই এক্সপ্রেস
বিশ্বের বৃহত্তম গণপরিবহন রেলের নেটওয়ার্ক রয়েছে ভারতে। প্রতিদিন ভারতীয় রেলপথে প্রায় ১২,০০০ ট্রেন চলাচল করে, যার মধ্যে অনেকগুলি ট্রেনেরই গতিবেগ ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি।
advertisement
2/10
ভারতে ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগের দু’টি ট্রেন রয়েছে৷ বন্দেভারত এবং নমো ভারত৷ এটি দেশের বিভিন্ন শহরকে একে অপরের সঙ্গে যুক্ত করে৷
advertisement
3/10
কিন্তু, ভারতের এই বন্দেভারতের সঙ্গে কি টেক্কা দিতে পারে পাকিস্তানের ফাস্টেস্ট ট্রেন?
advertisement
4/10
পাকিস্তানে যাত্রিবাহী ট্রেনগুলির মধ্যে সর্বোচ্চ গতিসম্পন্ন ট্রেনের নাম কারাকোরাম এক্সপ্রেস। কারাকোরাম এক্সপ্রেস, লাহৌরকে ব্যস্ত বন্দর নগরী করাচির সাথে সংযুক্ত করে৷ এটি পাকিস্তানের দ্রুততম যাত্রিবাহী ট্রেন হিসেবে স্বীকৃত। কিন্তু, এর গতিবেগ কত?
advertisement
5/10
পাকিস্তান রেলওয়ে দ্বারা পরিচালিত এই এক্সপ্রেস ট্রেনটি প্রায় ১,২৪১ কিলোমিটার দূরত্ব পাড়ি দেয় এবং আদর্শ পরিস্থিতিতে এতটা রাস্তা সম্পূর্ণ করতে সময় নেয় প্রায় ১৭ ঘণ্টা ৪৫ মিনিট সময় নেয়।
advertisement
6/10
ভারতের বন্দেভারত এক্সপ্রেসের গতিবেগ ১৬০ কিমি প্রতি ঘণ্টা৷ তবে কিছু কিছু রুটে এর গতি প্রতি ঘণ্টায় ১৩০ কিমিতে নেমে আসে৷ কিন্তু, তা-ও বন্দেভারতের ধারেকাছে ঘেঁষতে পারে না পাকিস্তানের কারাকোরাম এক্সপ্রেস৷
advertisement
7/10
কারাকোরাম এক্সপ্রেসের সর্বোচ্চ গতি ১০৫ কিলোমিটার প্রতি ঘণ্টা৷ যা বন্দে ভারতের তুলনায় বেশ কম৷
advertisement
8/10
ট্রেনটি করাচি-পেশোয়ার মেইন লাইন (ML-1) দিয়ে যাতায়াত করে, তবে এটি যাত্রা শেষ করার জন্য শাহদারা বাগ-সাংলা হিল এবং খানেওয়াল-ওয়াজিরাবাদ শাখা লাইনের কিছু অংশও ব্যবহার করে থাকে।
advertisement
9/10
পাকিস্তান রেলওয়ে দ্বারা পরিচালিত এই এক্সপ্রেস ট্রেনটি প্রায় ১,২৪১ কিলোমিটার দূরত্ব পাড়ি দেয় এবং আদর্শ পরিস্থিতিতে এতটা রাস্তা সম্পূর্ণ করতে সময় নেয় প্রায় ১৭ ঘণ্টা ৪৫ মিনিট সময় নেয়।
advertisement
10/10
কারাকোরাম এক্সপ্রেস পাকিস্তানের রেলওয়ে নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ এটি গুরুত্বপূর্ণ শহর ও গ্রামীণ এলাকার মধ্যে যোগাযোগ নিশ্চিত করে। এই পরিষেবাটি আনুষ্ঠানিকভাবে ১৪ আগস্ট, ২০০২ তারিখে চালু করা হয়েছিল, যা পাকিস্তানের স্বাধীনতা দিবস৷ পাকিস্তানের উত্তরে অবস্থিত কারাকোরাম পর্বতমালার নামানুসারে এই ট্রেনের নামকরণ করা হয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Pakistan Fastest Train: তুফানি স্পিড! পাকিস্তানের ‘ফাস্টেস্ট’ ট্রেন...পাড়ি দেয় ১০০০ কিলোমিটার, বন্দেভারতকেও টেক্কা দিতে পারে এই ধুঁয়াধার এক্সপ্রেস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল